বিনোদন

মুক্তিযুদ্ধের গানে সুর দিয়েছিলেন সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী, লিখেছিলেন সন্ধ্যার স্বামী!

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তৈরি হওয়া দেশাত্মবোধক গান ‌’হাজার বছর পরে আবার এসেছি ফিরে বাংলার বুকে আছি দাঁড়িয়ে’ কমবেশি সবার চেনা। আবদুল জাব্বারের দরাজ কণ্ঠে অন্যরকম মাত্রা নিয়েছিল গানটি।

কিন্তু জানেন কি সদ্য প্রয়াত দুই শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পী লাহিড়ীর যোগসূত্র আছে এই গানের সঙ্গে!

‘হাজার বছর পরে আবার এসেছি ফিরে বাংলার বুকে আছি দাঁড়িয়ে’ গানটির সুর করেছিলেন বাপ্পী লাহিড়ী, লিখেছেন প্রখ্যাত গীতিকার শ্যামল গুপ্ত। যিনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী।

এই গান করতে গিয়েই আবদুল জাব্বারের সঙ্গে পরিচয় বাপ্পী লাহিড়ী। পরে বনে যান যার কণ্ঠের ভক্ত।

এক সাক্ষাৎকারে বলেন, ‌“কী যে কণ্ঠ। কোথাও তাঁর গান শুনলে আমি এখনো কান পেতে থাকি। আমি লোকটাকে অনেকবার বলেছি কলকাতায় আসতে। পাত্তাই দেয়নি। ‘ওরে নীল দরিয়া’ গানটি এত সুন্দর করে গেয়েছে, আমি মুগ্ধ। ‘তুমি কি দেখেছো কভু’ আরেকটা অসাধারণ গান। “তারা ভরা রাতে’ শুনলে মনে হয় তালাত মাহমুদ গাইছেন। ”

Back to top button