‘বিগ বস’ অন্দরমহলে থেকেই প্রেমে পড়লেন কুমার শানুর ছেলে, কি নাম সেই নারীর

শুরু হয়ে গিয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৪’ অন্দরমহল। প্রতিবারের মতো এবার ঝিমিয়ে যায়নি ‘বিগ বস ১৪’ আসর।বরং প্রথম দিনই টিআরপি বাড়িয়ে হার মানিয়ে দিয়েছে অন্যান্য সব ধারাবাহিকগুলিকে। এবারও শুরু হয়েছে বাসন, মজা কাপড় কাঁচা, মারামারি। তবে সবথেকে বেশি যিনি নজর করেছেন তিনি হলেন জনপ্রিয় সংগীত শিল্পী কুমার শানুর ছেলে জান।
কারণ ‘বিগ বস’ অন্দরমহলে নাকি কুমার শানুর ছেলে জান নিক্কি টাম্বোলির প্রেমে পড়েছেন। আর তার কথাই নাকি দিন রাত ধরে ভেবে চলেছেন জান।জান, নিক্কি, নিশান্ত ও রাহুল এই কয়েকজন মিলে নাকি গ্রূপ।এমনকি এদের মধ্যে সম্পর্কও বেশ ভালো। আর তার থেকেই কখন যে নিক্কির প্রেমে পরে গিয়েছেন জান সেটা নিজেও জানেন না।

‘বিগ বস ১৪’-র এবার সিনিয়র সিদ্ধার্থ শুক্লা, গওহর খান ও হিনা খান। এই তিনজন নাকি রাতে খাবার খেতে বসেছিলেন। আর সেই সময় কুমার শানুর ছেলে জনের কথা ওঠে তাদের মধ্যে। আর তখনি তাদের তিনজনকে বলতে শোনা যায় জান ধীরে ধীরে নিক্কি তাম্বোলির প্রেমে পরে গিয়েছে। একথা জান নিজে না বুঝলেই ‘বিগ বস’ অন্দরমহলের অন্যান্য সদস্যরা বুঝে গিয়েছে। তবে যদিও নিক্কিও একথা এখনো জানেন না।







