বিজ্ঞাপনের শুটিংয়ে করিনার উন্মুক্ত বেবি বাম্প, ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

করোনা আতঙ্কের মাঝেই দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন করিনা কাপুর। তবে কাজের প্রতি ভালোবাসা দেখানো ও পরিশ্রমী এই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পরেও একদম বিশ্রামে চলে যাননি। তিনি গর্ভবতী অবস্তাহতেই কখনো স্বামী সন্তান নিয়ে দিল্লিতে চলে যাচ্ছেন ‘লাল সিং চড্ডা’ সিনেমার শুটিং করতে। আর এবার বিজ্ঞাপনের শুটিং করতে এসে ভাইরাল হলেন করিনা কাপুর।
শুটিংয়ের অবসরে ক্যামেরার সামনে পোজ দিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন করিনা কাপুর নিজেই। আর সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন ‘‘সেটে আমরা দুইজন’।করিনা কাপুর এই মুহূর্তে বিশ্ব বিখ্যাত শুটিং ব্র্যান্ড পিউমার জন্য কাজ করছেন একটি বিজ্ঞাপন চিত্রে। তার পরনের রয়েছে জিম করার পোশাক আর তাতেই মুগ্ধ নেটিজেনরা।
প্রসঙ্গত, করিনা ২০১২ সালে পতৌদি পরিবারে বধূ হিসেবে প্রবেশ করেন করিনা কাপুর। এরপর ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়। আর জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তৈমুরকে নিয়ে শুরু হয় বেশ মাতামাতি। তৈমুরের হাসি ,খেলা ও বাবা -মায়ের সাথে ঘুরতে যাওয়া সবকিছুই সংবাদ মাধ্যমে স্থান পেয়েছে বিনোদনের খবর হিসেবে।
View this post on Instagram
View this post on Instagram