বিনোদন

শুটিং ফ্লোরেই শুরু করে দিলেন কান্না, পরিচালকের ব্যবহারে অবাক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী

দক্ষিণী ও মালায়ালম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হলেন সাই পল্লবী। মালায়ালম ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় নায়িকা খবরের শিরোনামে আসেন ২০১৯ সালের একটি ফেয়ারনেস করিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে। এরপর এই জনপ্রিয় নায়িকা একটি শপিং মলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আবার চলে আসেন খবরের শিরোনামে।প্রসঙ্গত, এই সিনেমায় সাি পল্লবী ছাড়াও অভিনয় করেছেন অঞ্জলী, গৌতম বাসুদেবা মেনন, কালিদাস জয়রাম, কাল্কি কোয়েচলিন, প্রকাশ, সান্তনু ভাগ্যরাজ প্রমুখ। সাি পল্লবী অভিনয় করেছেন ‘ওর ইরাভু’ শিরোনামের গল্পে।

আর এবার ২০২০ সালে এসে আবারো একই ঘটনার পুনরাবৃত্তি করলেন এই জনপ্রিয় নায়িকা। একটি ব্র্যান্ডেড কোম্পানির মাত্র কয়েক সেকেন্ডের বিজ্ঞাপনে মুখ দেখালেই তিনি উপার্জন করতে পারতেন ২ কোটি টাকা। তবে এই নায়িকা ওই পণ্যের বিরোধী হওয়ার কারণেই ফিরিয়ে দিয়েছেন সেই বিজ্ঞাপনের প্রস্তাব। আর এই ঘটনায় জনপ্রিয় এই নায়িকার চরিত্রের সৌন্দর্য্য বেড়েছে বলে মনে করেন তার ফ্যান ও ঘনিষ্টরা।

আর এবার তিনি তার কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাবা কাদাইগাল’ প্রসঙ্গে জানালেন এক গোপন তথ্য।
নেটফ্লিক্সে মুক্তিপ্রার্প্ত এই সিনেমাটি হলো অ্যান্থলজি সিনেমা। চলতি মাসের ১৮ তারিখে মুক্তি পেয়েছে এই সিনেমা। আর এই সিনেমায় সাি পল্লবীর বাস্তব সম্মত অভিনয় দাগ কেটেছে দর্শকদের।

আর সেই চরিত্র সম্পর্কে বলতে গিয়েই তিনি বলেন ‘‘‘আমি পরিচালক ভেট্টি মরনকে বললাম, স্যার আপনি আমাকে এখনো স্ক্রিপ্ট দেননি। জবাবে পরিচালক আমাকে বললেন, ‘পরে তোমাকে স্ক্রিপ্ট দেব।’ পরিচালকের এমন উত্তরে আমি খুব বিস্মিত হয়েছিলাম। কারণ তার পরের দিনই ছিল শুটিং। কিন্তু তখন পর্যন্তও স্ক্রিপ্ট পাইনি। অবাক হলেও আমি ভেট্টি স্যারকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আমি যদি আগেই স্ক্রিপ্ট পেতাম, তবে হয়তো চরিত্রটি বাস্তব সম্মতভাবে ফুটিয়ে তুলতে পারতাম না।’’

সেই অভিজ্ঞতা জানিয়ে সাই পল্লবী বলেন—‘আমি যখন আমার দৃশ্যের শুটিং শুরু করি, তখন ভেট্টি স্যার আমার সংলাপ বলতে বলেন। যা আমার হৃদয়ে লেগেছিল এবং আমি তখন আরো বেশি কাঁদতে ছিলাম। আমার দৃশ্যের শুটিং শুরুর আধা ঘণ্টা আগে আমার সংলাপ কী হবে তা বর্ণনা করেন। যখন আমি উচ্চ স্বরে সংলাপ বলছিলাম, তখন তা আমাকে খুব আহত করেছিল। এটি আমার জীবনের অন্যতম সেরা স্ক্রিপ্ট।’

Back to top button