শাড়ি ছেড়ে আধুনিক পোশাকে হাজির জুন আন্টি, অভিনেত্রীর নতুন লুকে মুগ্ধ ফ্যানেরা,ভাইরাল ছবি

জনপ্রিয় ধারাবাহিক ইন্দ্রাণী হালদার অভিনীত ‘শ্রীময়ী’। সন্ধ্যে ৭টা বাজলেই যেন এক কাপ চা নিয়ে টিভির সামনে পরিবারের সকলে মিলে বসে পরে ‘শ্রীময়ী’ দেখতে।বেশ জনপ্রিয় এই ধারাবাহিকটি। তবে এখানে শ্রীময়ীকে দর্শক যতটা না পছন্দ করেন তার থেকে বেশি জুন আন্টিকে দর্শক পছন্দ করেন।যেখানে এই জুন আন্টি ‘খলনায়িকার’ চরিত্রে অভিনয় করেছেন ।
ষ্টার জলসায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘শ্রীময়ী’ ধারাবাহিক। এই ধারাবাহবিকে জুন আন্টির চরিত্রে রয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। তার অভিনয় দক্ষতার জন্য সকলেই তাকে পছন্দ করেন। তবে জানেন কি, অভিনয়ের পাশাপাশি সোশ্যাল সাইটেও বেশ জনপ্রিয় উষসী অর্থাৎ সকলের প্রিয় জুন আন্টি। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানা রকম ছবি ভিডিও পোস্ট করে ঝড় তুলতে দেখা যায় এই অভিনেত্রীকে। যা ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। আর এবার তার ব্যতিক্রম হলো না।
সম্প্রতি শাড়ি ছেড়ে আধুনিক পোশাকে ধরা দিয়েছেন ঊষসী চক্রবর্তী। যেখানে ঊষসীকে দেখা যাচ্ছে, সর্ট চুল, লাল রঙের ওয়েস্টার্ন পোশাকে হট পোজ দিয়েছেন সকলের প্রিয় এই অভিনেত্রী। তার এই ছবিটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের। অভিনেত্রীর এমন ছবি দেখে মুগ্ধ হয়ে যান নেটিজেনরা।
View this post on Instagram