জোর জল্পনা টলিপাড়ায়, এই সুরকারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জনপ্রিয় গায়িকা ইমন
করোনা পরিস্থিতি আঘাত হেনেছে বলিউড সহ টলিউডেও। তবে তার মাঝেও খুশির খবর প্রায়ই পাওয়া যাচ্ছে টলিপাড়া থেকেই। যেমন কিছুদিন আগেই রাজ্ -শুভশ্রীর সদ্যজাত সন্তানকে নিয়ে হলো দারুন মাতামাতি।
আর এবার টলিপাড়াতে এলো নতুন খবর শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন গায়িকা ইমন চক্রবর্তী।
সুরকার নীলাঞ্জন ঘোষের সাথেই আগামী অক্টোবরেই হতে পারে রেজিস্ট্রি। জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই বিষয় নিয়ে গোটা টলিপাড়াতে।
প্রসঙ্গত উল্লেখনীয় যে নীলাঞ্জনের সাথে পূর্ব পরিচয় থাকলেও তাদের দুজনের মধ্যে প্রেম শুরু হয়েছে গত এক বছর থেকে।
অক্টোবরে রেজিষ্ট্রা সারা হলেও শোনা যাচ্ছে বিয়ের অনুষ্ঠান হবে আগামী বছরের জানুয়ারী মাসেই। যদিও এই সমস্ত খবর গায়িকা ইমন মানতে নারাজ। তিনি বারবার সকলকে বলছেন যে এসমস্ত রটনা।
তবে ইমন অস্বীকার করলেও তার ঘনিষ্ঠ মহল সূত্রে পাওয়া যাচ্ছে এমনি খবর। সুরকার নীলাঞ্জনের সাথে ইতিমধ্যে একাধিক এলবামে কাজ করেছেন ইমন।
নিয়ে নিশ্চিত। প্রসঙ্গত, ইতিমধ্যেই নীলাঞ্জনের সঙ্গে বেশ কিছু অ্যালবামে কাজ করে ফেলেছেন ইমন।