বিনোদন

শাড়ি পরে দুর্দান্ত লুকে সোশ্যাল মিডিয়ায় ফের ঝড় তুললেন ঝুমা বৌদি, মুহূর্তে ভাইরাল ছবি

বাংলা সিরিয়াল ও সিনেমায় অভিনয় শুরু করলেও অন্তরা ওরফে মোনালিসা ভোজপুরি সিনেমাতে হয়ে যান এক সুপারহিট নায়িকা। তারপর এখন হিন্দি ধারাবাহিকে শুটিং শুরু করে তিনি এখন বলিউডে তার পাকাপাকি জায়গা করে নিয়েছেন। বেশকিছুদিন আগে তিনি বাংলা ওয়েবসিরিজ দুপুর ঠাকুরপোতে অভিনয় করেছিলেন। আর তাকে মাঝেই মাঝেই বেশ হট অবতারে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে।

তবে এবার তিনি ধরা দিলেন গোলাপি চিকন শাড়ি ও স্লিভলেস ব্লাউস আর লালা টিপ্ -এ। আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ”ড্রিম উইথ আউট ফিয়ার লাভ উইথ আউট লিমিটস”। এই ছবি পোস্ট করার পর তার ছবি ১ ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ইতিমধ্যে ছবির ভিউস ছড়িয়ে গেছে ৩৫০০০ ও সেই আস্থে হয়েছে ৪৫০ কমেন্টস। ঝুমা বৌদি আবার তার ইন্সটা পেজ কে ভরিয়ে তুললেন সৌন্দর্য্য ও স্নিগ্ধতায়।

তিনি যেহেতু জন্ম সূত্রে বাংলায় ছিলেন। তাই পুজো আসার আগেই তিনি শাড়ি পরে হাজির হলেন ফ্যানেদের মাঝে। পুজোর আমেজে তাই তিনি সাদা ও লাল পাড় শাড়িতে সেজে উঠেছেন। তিনি তার স্নিগধ সৌন্দর্যের মাধ্যমে ভুলিয়ে দিয়েছেন ঝুমা বৌদি ও ভোজপুরি সিনেমার হট নায়িকার ইমেজ। আর তাকে দেখেই যেন ছড়িয়ে পড়ছে পুজো পুজো রব।

 

View this post on Instagram

 

🌸🌺🌷💐…. Dream Without Fear… Love without Limits… #thursday #goodmorning #goodvibes #believe Saree: @yogam_boutique

A post shared by MONALISA (@aslimonalisa) on Oct 7, 2020 at 11:05pm PDT

Back to top button