বিনোদন

বিছানায় রাতের পোশাকে সকলের ঘুম কেড়ে নিলেন ‘ঝুমা বৌদি’, ঝড়ের গতিতে ভাইরাল সেই ছবি

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ মানেই হলো ঝুমা বৌদি। ঝুমা বৌদির চরিত্রে থাকা মোনালিসা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সাহসী ও লাস্যময়ী ছবি শেয়ার করেন থাকেন। মোনালিসা শুধুই যাদব কায়দাতেই নয়, তিনি বিভিন্ন আদব-কায়দার মাধ্যমে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। করোনা মহামারীতে লকডাউনের সময়ও তাঁকে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গিয়েছে।

সম্প্রতি মোনালিসা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। যা নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে মোনালিসাকে একটি টকটকে লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজ পড়তে দেখা গিয়েছে। সেই ভিডিওটিতে মোনালিসাকে ‘য়েহ মেরা দিল’ গানে নাচতে দেখা গিয়েছে।

গত শনিবার ফের মোনালিসা সোশ্যাল মিডিয়ায় ‘হট’ ছবি পোস্ট করেন। সেই ছবিতে বিছানায় মোনালিসা নেভি ব্লু রঙের রাতের পোশাকে শুয়ে আছেন। আর সেই ছবি দেখে ভক্তদের রীতিমতো রাতের ঘুম উড়ে গিয়েছে। আর সেই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। সেই ছবিতে বহু মানুষ নানান রকমের কমেন্ট করেছেন। প্রসঙ্গত, মোনালিসা বর্তমানে গোয়ায় ছুটি কাটাচ্ছেন।

 

View this post on Instagram

 

🖤🖤🖤… #goodmorning #saturday #vibes #weekend

A post shared by MONALISA (@aslimonalisa) on

 

View this post on Instagram

 

“Adopt The Pace Of Nature… Her Secret Is Patience…” #nature #lover #goa

A post shared by MONALISA (@aslimonalisa) on

Back to top button