বিনোদন

‘ঝুমা বৌদি’ নিজের স্তন যুগল ঢাকলেন ফুল দিয়ে, নতুন ছবি পোস্ট করে ট্রোলড হলেন মোনালিসা

জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’ মানেই হলো ঝুমা বৌদি। আর এই ঝুমা বৌদিকে চেনেনা এমন লোকের সংখ্যা প্রায় হাতে গোনা বলেই চলে। তিনি বরাবরই সাহসী ও লাস্যময়ী ভঙ্গিতে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। আর তার ছবি দেখতেই ভীড় করে তার ফ্যানেরা। এবারেও ঝুমা বৌদি শেয়ার করলেন একটি টপলেস ছবি। যা দেখে ঘুম উড়ে গেলো তার ফ্যানেদের।

তার এই নতুন ছবি দেখে অনেকেই তাকে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানির সাথে তুলনা করেছেন। ফুল দিয়ে শরীর ঢাকার কারণে তিনি ট্রোল্ড হয়েছেন সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রী মোনালিসার ছবি দেখে অনেকেই কমেন্টস করেছেন কিয়ারা কে অনুসরণ করেছেন ঝুমা বৌদি। কারণ কিছুদিন আগেই সেলেব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ফটো শুতে নিজেকে উজাড় করে দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি।

বিছানায় শুয়ে এলো মেলো খোলা চুলে ফটোশুট করে ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী। তবে ম্বনালিসার এই ছবি প্রকাশ্যে আসতেই অনেকেই যেমন তার নতুন ছবির প্রশংসা করেছেন। তেমনি অনেকেই তার ছবির নিচে করেছেন অশ্লীল মন্তব্য।

 

View this post on Instagram

 

Be Always Blooming! 💐🌷🌹🥀🌺🌸🌼🌻…. #friday #vibes #love #bloom #flowers #happy

A post shared by MONALISA (@aslimonalisa) on

Back to top button