বিনোদন

TRP: জগদ্ধাত্রী না অনুরাগের ছোঁয়া, কে হল এই সপ্তাহের বেঙ্গল টপার? প্রকাশ্যে ফলাফল

ফের প্রকাশিত হয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা। বাংলা সিরিয়ালের জন্য টিআরপি তালিকার গুরুত্ব অপরিসীম। কারণ এই তালিকা নির্ধারণ করে দেয় বাংলার সব সিরিয়ালের ভাগ্য। স্টার জলসা এবং জি বাংলার রেষারেষিতে কে হল এই সপ্তাহের বেঙ্গল টপার? এবারে স্টার জলসা এবং জি বাংলা একে অপরকে টক্কর দিয়েছে। আজকের প্রতিবেদনে রইল টিআরপি’র সেরা দশের তালিকা।

গত কয়েক সপ্তাহের ফলাফল অনুসারে এই সপ্তাহেও টপার হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে স্টার জলসার পাশাপাশি জি বাংলার জগদ্ধাত্রীও বহু সময় পর আবার টিআরপি টপার হতে পেরেছে। অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী দুটি ধারাবাহিক ৮.০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু এবং গৌরী এল। এই দুটি সিরিয়াল নম্বর পেয়েছে ৭.২। তৃতীয় স্থানে রয়েছে খেলনা বাড়ি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭ ।

চতুর্থ স্থানে রয়েছে রাঙ্গা বউ। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.২। পঞ্চম স্থানে রয়েছে পঞ্চমী। প্রাপ্ত নম্বর ৬.১। ষষ্ঠ স্থান দখল করে নিয়েছে মেয়ে বেলা। এই সিরিয়াল নম্বর পেয়েছে ৫.৮। সপ্তম স্থানে রয়েছে স্টার জলসার গাঁট ছড়া। একই সঙ্গে সপ্তম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম। এই ধারাবাহিক দুটির প্রাপ্ত নম্বর ৫.৫। এবারের তালিকায় মিঠাই রয়েছে অষ্টম স্থানে। এর প্রাপ্ত নম্বর ৫.৩। নবম স্থানে রয়েছে এক্কাদোক্কা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.২। দশম স্থান দখল করেছে সোহাগ জল। এই সিরিয়াল ৪.৯ নম্বর পেয়েছে।

প্রথম – অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী ( ৮.০)

দ্বিতীয় – নিম ফুলের মধু এবং গৌরী এল (৭.২)

তৃতীয় – খেলনা বাড়ি (৬.৭)

চতুর্থ – রাঙ্গা বউ (৬.২)

পঞ্চম – পঞ্চমী (৬.১)

ষষ্ঠ – মেয়ে বেলা (৫.৮)

সপ্তম – গাঁট ছড়া এবং বাংলা মিডিয়াম (৫.৫)

অষ্টম – মিঠাই (৫.৩)

নবম – এক্কাদোক্কা (৫.২)

দশম – সোহাগ জল (৪.৯)

Back to top button