বিনোদন

‘অনুরাগের ছোয়া’তে দুর্ধর্ষ পর্ব, ছেলের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠল লাবণ্য সেন, সূর্যকে থাপ্পড় মারল লাবণ্য!

এই সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া বাংলায় শীর্ষস্থান ফিরে পেয়েছে। ভরা পর্বের মাধ্যমে এই সিরিজটি দর্শকদের ধরে রেখেছে। টিআরপি বাঁচাতে এই গল্পে আরও চমক আপনার জন্য অপেক্ষা করছে।

টিভিতে সম্প্রচারের আগেই ফাঁস হল ধারাবাহিকের পর্ব। দর্শকরা দেখে সূর্যকে লাবণ্য উচিত শিক্ষা দেয় । আর তাতেই দারুণ খুশি দর্শকরা।

যারা নিয়মিত সিরিজ দেখেন তারা জানেন সূর্য সোনাকে নতুন মা এনে দেয় । আর বাইরে থেকে শুনে তার মা লাল হয়ে গেল।লাবণ্য তার ছেলের এই অন্যায়ের গর্জে উঠল, যে সোনার আসল মা আছে । এমকি সূর্যকে তার মা মারধর করে। এই প্রথম সূর্যের উপর রেগে যায় সে । লাবণ্য সেন সূর্যকে আঘাত করায় অনুরাগের ছোয়ার দর্শকরা খুবই খুশি। কারণ, তাদের মতে, সূর্য অতিরিক্ত বাড়াবাড়ি করে।

Back to top button