বিনোদন

মাঝ রাস্তায় ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে ‘একান্ত’ মুহূর্তে নীল, হাতে-নাতে ধরে ফেললেন স্ত্রী তৃণা

চলতি বছরের ৪ ফেব্রুয়ারী সাতপাকে বাধা পড়েছেন নীল ও তৃনা। তবে বিয়ে হয়ে গেলেও কাজের ব্যস্ততায় তারা যেতে পারেননি হানিমুনে। তাদের দুজনেরই ইচ্ছে ছিল যে তারা বিয়ে সারা হলেই হানিমুনে যাবেন বিদেশে। কিন্তু সেই ফুরসৎ আর মেলেনি। একদিকে ছিল ধারাবাহিকের কাজ অপরদিকে জুড়ে বসে রাজনৌতিক দলের দায়িত্ব। গত ২০ মার্চ টলিউডের এই জনপ্রিয় জুটি যোগদান করে তৃণমূলে। আর তারপরেই দলের হয়ে প্রচার করতে তারা ছুটে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে।

তবে ব্যস্ততার মাঝেও কিছুটা অবসর খুঁজে নিলেন নীল ও তৃনা। তাদের ইনস্টাগ্রামের নতুন ভিডিও জানিয়ে দিলো সেই কথা। দুই তারকা বন্ধুদের সাথে পারি দিয়েছে কলকাতা ছেড়ে সুদূরে। কাজ থেকে ছুটি পেয়েই তারা দুজনই এখন খুশির আনন্দে মশগুল ।সেখানে গিয়ে নানা রকম ছবি ভিডিও পোস্ট করে নেটিজেনদের মন জয় করেছিলেন এই নবদম্পত্যি। সেই সব ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে এবার ঘটে গেলো এক অবাক কান্ড । নীলকে হাতে নাতে ধরে ফেললেন তৃনা সাহা। কিন্তু কি এমন করেছেন নীল? সম্প্রতি মাঝ রাস্তায় ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে খুল্লামখুল্লা ফ্লার্ট করতে দেখা গিয়েছে নীল ভট্টাচার্যকে। ওই বান্ধবীর সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠেছিলেন নীল। এমন সময় নীলের এই অবাক কাণ্ডের খবর পান তৃনা সাহা। এরপর তৃনা তড়িঘড়ি সেখানে গিয়ে হাজির হন এবং দেখেন ওই বান্ধবীর সঙ্গে নীল । এরপর হাতে নাতে ধরে ফেলেন তৃনা। এরপর নীল ওই বান্ধবীকে রেগে যা সব বলতে শুরু করে দেয় । তারপর স্ত্রী তৃণা তাঁকে টনে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

ভিডিওটি যে মজা করেই করেছেন এই নবদম্পত্যি তা নিশ্চই আর বুঝতে বাকি নেই ফ্যানদের। তবে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছিলো।

Back to top button