বিনোদন

দেশটা যদি আমাদের সকলেরই হয়, তাহলে ‘সংখ্যালঘু’ বলে কোন শব্দ থাকা উচিত না: বিদ্যা সিনহা মিম

বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘটছে বিভিন্ন সাম্প্রদায়িক হানা। সর্বশেষ খবর অনুযায়ী গত ১৭ অক্টোবর বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জে কমপক্ষে ২০ টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই সব ঘটনার বিরুধ্যে সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের আওয়াজ। নিন্দনীয় এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের শিল্প -সংস্কৃতি জগতের মানুষরা। আর এবার এই সাম্প্রদায়িক হামলার বিষয় নিয়ে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

জনপ্রিয় এই অভিনেত্রী নিজের ফেসবুক পেজে লেখেন “কোনো ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় না। তাই ধর্মীয় বিশ্বাসের নামে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। আরও একটা কথা, দেশটা যদি আমাদের সকলেরই হয়, তাহলে এখানে ‘সংখ্যালঘু’ বলে কোন শব্দ থাকা উচিত না। আর যদি সংখ্যাতেই কথা বলতে হয়, তাহলে পৃথিবীতে শুধুমাত্র ভালো মানুষেরাই ‘সংখ্যাগরিষ্ঠ’ হোক।”

অভিনেত্রী মিমের কথার প্রসঙ্গে সহমত করেছেন তার ফ্যান থেকে শুরু করে দেশের বিভিন্ন শুভাকাঙ্খীরা। নেটিজেনরাও তার এই মন্তব্যের প্রশংসা করেছে।

Back to top button