বিনোদন

‘স্ত্রী যদি পাশে না থাকত, আমি হয়তো আত্মহত্যা করে বসতাম’, স্পা কান্ড নিয়ে মুখ খুললেন অভিনেতা

কিছুদিন আগেই কলকাতার একটি স্পা তে যৌথ অভিযান চালায় এসটিএফ ও থানার কর্তৃপক্ষ। আর সেই হানায় স্পা -র আড়ালে দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয় টিভি সিরিয়ালে অভিনয় করা এক জনপ্রিয় অভিনেতা। আর তারপর থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন কানা ঘুঁষো । বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হয় তাকে নিয়ে মশলা মাখানো বিশেষ কিছু খবর।

আর সেই কারণেই একটি সর্ববৃহৎ বাংলা দৈনিক আনন্দ বাজারে নিজের মতামত জানিয়েছেন অভিনেতা সৌগত ব্যানার্জী । তিনি ওই সংবাদমাধ্যমে লিখেছেন যে তিনি প্রায়ই নিয়মিত ভাবেই স্পা তে যান। সেদিনও তিনি স্ত্রীর কাছে অনুমতি নিয়েই স্পা র উদ্যেশে রওনা দিয়েছিলেন। তবে তিনি সেদিনই প্রথম ওই স্পা তে পা রাখেন।

আর সেখানে থাকার কিছুক্ষন পর এসটিএফ ও পুলিশরা মাইল হানা দেয় আর বাকিদের মতো তিনিও পুলিশের হেফাজতে চলে যান। সেই সময় তার হাটতে থাকা মোবাইল কেড়ে নেওয়া হয়।এরপর থানায় গিয়ে মোবাইল পেয়ে শুরুতেই স্ত্রী কে ফোন করেন ওই অভিনেতা আর এই বড় বিপদ ও অযাচিত ঝামেলায় পাশে পেয়েছেন তার স্ত্রী কে। তার স্ত্রী সবসময় মৌখিক সাপোর্ট জানিয়ে গেছেন প্রতিনিয়ত।

বর্তমানে তিনি জামিনে মুক্ত হয়েছেন। তিনি আবার ফিরেছেন শুটিং ফ্লোরে তবে এখনো তার মনে চোরা এক স্রোত বয়ে যাচ্ছে তিনি ভাবছেন কোথায় যেন তার পায়ের জমি একটু সরে গিয়েছে। তাই তিনি প্রতিবেদনের শেষ লাইনে লিখেছেন ‘আমি অপরাধী নই। তবু পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমার।’

তথ্যসূত্র : আনন্দ বাজার পত্রিকা

Back to top button