বিনোদন

অভিনয়টাই ছেড়ে দেব, অস্কার জেতার পর জুনিয়ার এনটিআর এই বক্তব্যে হতবাক প্রত্যেকে

‘আরআরআর’ মুভির নাটু নাটু গানটি কয়েকদিন আগে অস্কার জিতে বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে ভারতের মুখ।ত্বকের পর থেকে ভারত সহ বিশ্বজুড়ে শুভেচ্ছাবার্তা পাচ্ছে জুনিয়র এনটিআর, রাম চরণ সহ পুরো টিম।বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার জিতেছে ‘নাটু নাটু’ গানটি।সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই বিরাট ঘোষণা জুনিয়র এনটিআর।

দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির তো বটেই, গোটা দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন জুনিয়র এনটিআর। ‘আরআরআর’এর হাত ধরে সারা ভারতে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।শুধু ভারতে নয়, সারা বিশ্বে অসংখ্য ফ্যান রয়েছে তাঁর।এবার সেই তারকার মুখেই সবাইকে অবাক করার মতো কথা শোনা গেল।হঠাৎ অভিনয় ছাড়ার কথা বললেন তিনি।

কয়েকদিন আগেই অস্কার জিতে দেশে ফিরেছেন জুনিয়র এনটিআর। নিজের অভিনয়ের মাধ্যমে কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছেন এই অভিনেতাই নাকি এখন অভিনয় জগৎ থেকে দূরে সরে যাচ্ছে । সম্প্রতি হায়দ্রাবাদের এক অনুষ্ঠানে এই কথাই শোনা যায় তার মুখে।

সম্প্রতি হায়দ্রাবাদে একটি ছবি রিলিজের জন্য উপস্থিত হয়েছিলেন ‘আরআরআর’ এই বিখ্যাত অভিনেতা। সেখানেই সাউথ সুপারস্টারকে তাঁর আগামী ছবি প্রসঙ্গে বারবার সংবাদমাধ্যম এবং অনুরাগীদের দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হলে রেগে যান তিনি।

কিছুটা বিরক্তির সুরেই জুনিয়র এনটিআর বলেন, ‘এখন আমি কোনও সিনেমায় কাজ করছি না। আপনারা যদি বারবার এই এক কথা জিজ্ঞেস করতে থাকেন, তাহলে আমি এবার অভিনয় করাই ছেড়ে দেব’। ‘আরআরআর’ তারকার এইরূপ তিক্তকর বক্তব্য শুনেই খানিকটা ঘাবড়ে যান তাঁর ভক্তরা ।

প্রসঙ্গত, এখন কোনও ছবিতে কাজ করছেন না জুনিয়র এনটিআর। তবে শীঘ্রই তিনি ‘এনটিআর ৩০’এর কাজ শুরু করবেন। নায়িকার অভিনয়ে দেখা যাবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। এই ছবির মাধ্যমেই তিনি তেলেগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন শ্রীদেবীর কন্যা।

Back to top button