‘আমি চাইনা তুমি এসো’, মা হওয়ার খবর ছড়াতেই কি নুসরত চাইছেন না যে, তার সন্তান পৃথিবীতে আসুক!

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। অভিনয়ের পাশাপাশি বিয়েটাও সেরে ফেলেছিলেন। তার পাশাপাশি অভিনেত্রীর আরেকটি পরিচয় হল তিনি একজন তৃণমূল সাংসদ। ২০১৯-এ ব্যাবসায়ী নিখিল জৈনের সাথে নিজের বিয়েটা সেরে ফেলেন অভিনেত্রী খুব ধুমধাম করে। স্বামী সংসার ও রাজনীতি সবকিছু সামলে নিচ্ছিলেন অভিনেত্রী কিন্তু হঠাৎই সম্পর্কে চির ধরে। বর্তমানে টলিউড অভিনেতা যশ-এর সাথে সম্পর্কে রয়েছেন। নানা সময় তাদের একসাথে সময় কাটাতে দেখা যায়।
এর মধ্যেই খবর মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। আর অন্যদিকে নুসরতে স্বামী নিখিল জৈনের কাছে একের পর এক ফোন আসছে গতকাল সকাল থেকে। আর সেই ফোনে রীতিমতো তিতিবিরক্ত নুসরতের প্রাক্তন নিখিল।নুসরতের গর্ভের সন্তানের বাবা বলে নিজেকে মানতে নারাজ নিখিল, এমনটাই নিখিল সোজাসোজি জানিয়ে দিয়েছেন সংবাদমাধ্যমে। এদিন নিখিল জানিয়েছেন,“এখন যে নতুন সঙ্গীর সঙ্গে ও আছে, তার সঙ্গেই ভাল থাক। ঈশ্বর ওদের মঙ্গল করুন। গত ছ’মাস ওর সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি একজন সাধারণ মানুষ। আমার পরিবারের মূল্যবোধ নিয়ে আমি ভাল আছি।”
এরপর থেকেই নেটিজেনদের অনেকেই প্রশ্ন করছে তাহলে নুসরতের গর্ভের সন্তানের বাবা কে? যদিও এই নিয়ে কোনো রকম উত্তর মেলেনি। তবে নেটিজেনদের ধারণা যে যশ ও নুসরত অনেক দিন থেকেই একসাথে থাকছেন তাহলে কি এই বাচ্চার দ্বায়িত্ব যশ নিতে চলেছেন? সম্প্রতি, নুসরত তার স্টোরিতে দিয়েছিলেন, ‘তুমি তোমার মতো করে ফুটে উঠবে’।
চারিদিকে সকলের মনে কঠিন প্রশ্ন দানা বাঁধছে। আবার অপরদিকে নুসরত অন্য কথা বলছেন। সম্প্রতি অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘দ্য টোয়াইলাইট সাগা’-র একটি দৃশ্য তুলে ধরেছেন। বির নায়ক রবার্ট প্যাটিনসন বলছেন, “আমি চাই না তুমি এসো”। কেন এমন সংলাপ তুলে ধরলেন অভিনেত্রী? রবার্টের সংলাপের পরেই নায়িকা ক্রিস্টেন স্টিউয়ার্ট বলছেন, “তুমি চাও না আমি আসি?” নায়কের উত্তর, “না।” তাহলে কি এবার যশ চাইছেন না যে নুসরতের শরীরে তাদের সন্তান বেড়ে উঠুক? নুসরত কি চাচ্ছেন যে তার শরীরে যশের কোনো স্মৃতি থাকবে না? জল্পনা ক্রমশ তুঙ্গে। কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।