বিনোদন

আমি চ্যাট করেছি কিন্তু ড্রাগ নেইনি, NCB কে জেরায় বললেন দীপিকা!

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত নিয়েছে নতুন মোড়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত মোড় ঘুরিয়ে যোগ এনে দিয়েছে বলিউডের মাদক যোগ। এনসিবি বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী সহ মোট ১৮ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। এখনো বলিউডের ৫০ জন প্রথম সারির নায়ক,নায়িকা ও প্রযোজকরা যুক্ত আছেন বলে এনসিবি তদন্তে জানতে পেরেছে।

দীপিকা পাডুকোন আজ NCB কে জানালেন যে ম্যানেজার কারিশমা প্রকাশের সাথে হওয়া তার মাদক চ্যাট ভুয়ো নয় তা সত্যি। হোয়াটসাপের সেই গরূপে মাদক সম্পর্কিত চাটে যে ‘ডি’ এবং ‘কে’ -র মধ্যে যে চ্যাটিং হয়েছিল তা যে দীপিকা আর কারিশমাই তা NCB সূত্রে জানা গেছে। দীপিকা তা স্বীকার করেও নিয়েছেন। সেই সাহে দীপিকা এটাও জানান যে তিনি মাদক নিয়ে আলোচনা করলেও তিনি নিজে কোনও মাদক নেননি।

আজ শনিবার সকাল পৌনে ১০ টায় মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে এসাইটির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে যান দীপিকা। আর তার কিছুক্ষন পরেই সেখানে ঢুকতে দেখা যায় দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে।

Back to top button