বিনোদন

পল্লবীর সাথে রুম শেয়ার করতে পারব না আমি ! কারণ জানলেন মানসী

জি বাংলার পর্দায় প্রকাশিত ‘নিম ফুলের মধু’ খুব অল্প সমসের মধ্যে দর্শকদের জনপ্রিয় হয়ে উঠেছে। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে পর্ণা সাথে সৃজনের বিয়ে ভেঙে দেওয়ার জন্য বার বার চেষ্টা করে মৌমিতা। তার কারণ সে চায় তার বোনের সাথে সৃজনের বিয়ে হোক। কিন্তু সে বার বার ব্যর্থ হয়।

টিভির পর্দায় রেষারেষি এখনকি বাস্তব জীবনেও চলে এসেছে। এমনটা বলার কারণ হলো হটাৎ করে পল্লবীর সঙ্গে একই মেকআপ রুম শেয়ার করতে রাজি হলেন না অভিনেত্রী মানসী। এর কারণ সকলের সামনে তুলে ধরলেন অনস্ক্রিন মৌমিতা।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মানসী বলেন “আমাদের মেক-আপ রুম বলতে, পল্লবী আর লিলি আন্টি (চক্রবর্তী) একটা মেক-আপ রুম শেয়ার করে আর আমি, অরিজিতাদি… আমরা সবাই একটা মেকআপ রুম শেয়ার করি। পাশাপাশি দুটো রুম। আমাকে যখন বলা হয় পল্লবীর সঙ্গে রুম শেয়ার করতে তখন আমি ওর মেকআপ রুমে ঢুকলেই বেরিয়ে আসি। বাপরে! আমার প্রচন্ড গরম লাগে। আমি লাইট একদম সহ্য করতে পারি না। শ্য়ুট করলে তো কিছু করার নেই। বাকি সময় আমি মেকআপ রুমে লাইট জ্বালাই না। আর পল্লবী ওর মেকআপ রুমে এসি আজ পর্যন্ত চালায়নি, পাখাটাও একে ঘোরে। আর সব লাইট জ্বালিয়ে রাখে।”

পল্লবীর অনস্ক্রিন যার জানেন, “আমি ওকে বলেছি, ভাই পল্লবী আমি পারব না তোমার সঙ্গে রুম শেয়ার করতে। ও এতো শীত কাতুরে… আমি তো ওর লেগ পুলও করি। শীত চলে গেছে তাও গায়ে চাদর দিয়ে সেটে ঘুরবে। আমি তো বলি, তোমার এই কম্বলটার জন্যই কলকাতা থেকে শীত চলে গেছে। “

Back to top button