বিনোদনদেশনিউজ

‘একটি সিঙাড়া দিয়েই কিনে ফেলা সম্ভব আমাকে’ জানালেন বিখ্যাত ‘পর্নস্টার’ মিয়া খলিফা

কিছুদিন আগেই বিখ্যাত প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা(Mia Khalifa ) কৃষকই আন্দোলনের একটি ছবি পোস্ট করে লেখেন “কীভাবেই না মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে! দিল্লির নেট পরিষেবা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।”
আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার সম্মুখীন হতে হয় বিখ্যাত এই পর্ন তারকাকে। নেটিজেনদের অনেকেই মন্তব্য করে লিখেছেন যে টাকার বিনিময়ে মিয়া খলিফাকে কিনে নেওয়া হয়েছে কৃষক আন্দোলনের সমর্থন করার জন্য।

আর এবার সেই সমস্ত সমালোচনার জবাব দেওয়ার জন্য টুইটারে ভারতীয় খাবার খাওয়ার এক ভিডিও শেয়ার করে বলেন ‘“পরিশ্রম করে সেই টাকায় খাবার খেতে পারলে খুব ভাল লাগে। আমি দারুণ ডিনার করছি। রুপিকে ধন্যবাদ আমার সোশ্যাল মিডিয়া পোস্টের পর এই খাবার পাঠানোর জন্য। জগমীতকেও ধন্যবাদ এই দারুণ গোলাপজামগুলো পাঠানোর জন্য। আর আমি সবাইকে মনে করে দিতে চাই যে প্রত্যেক কাজের মূল্য আছে। আমার ক্ষেত্রে সেটা সিঙাড়া। মানে আমায় সিঙাড়া দিয়েই কিনে ফেলা সম্ভব, ভুলে যাবেন না। বাকিদের কথা বলতে পারব না। আমার পক্ষে এটা যথেষ্ট।” এরপরই প্রাক্তন পর্নস্টার আরও বলেন, তিনি বুঝতেই পারেন না খাওয়ার শেষেই কেন গোলাপজাম খাওয়া হয়। যেকোনও সময় “সুইট ব্রেক” তো নেওয়াই যায়। কথা শেষ করেই মুখে পুরে দেন তার পছন্দের মিষ্টি।

এদিকে আন্তর্জাতিক তারকাদের কৃষক আন্দোলন নিয়ে সমর্থনের বিভিন্ন পোস্ট নিয়ে এখন তুমুল শোরগোল নেট দুনিয়ায়। নেট দুনিয়া এখন হয়ে গেছে দুই ভাগে বিভক্ত। একদিকে আন্তর্জাতিক তারকাদের বক্তব্যের বিরোধিতা করেছেন লতা মঙ্গেশকর, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, সুনীল শেট্টির মতো তারকারা,অন্যদিকে রিহানা-গ্রেটাদের সমর্থনে টুইট করে চলেছেন তাপসী পান্নু (Taapsee Pannu) এবং স্বরা ভাস্করের (Swara Bhasker) মতো অভিনেত্রীরা।অপরদিকে সমালোচনা সত্ত্বেও কৃষকদের আন্দোলনকে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।

Back to top button