‘তোমার সঙ্গে সহমত আমি’ এই প্রথমবার প্রকাশ্যে এলো যশ ও নুসরতের কথোপকথন, ভাইরাল হল ছবি

নুসরত জাহানের নানান খবর নিয়ে বর্তমান টলিপাড়ায় চর্চায় রয়েছে। খবরের শিরোনামে থাকা অভিনেত্রী বেশিরভাগ সময়ই সমালোচনার মুখে পড়েন।কিছুদিন আগেই তার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জানিয়েছেন, তিনি নুসরতের সন্তানের বাবা নন। এমনকি গত ৬মাস ধরে তাদের মধ্যে কোনোরকম সম্পর্ক নেই বলে জানিয়েছেন নিখিল জৈন।সকলের মুখে একটাই কথা নুসরত মা হতে চলেছে কিন্তু সন্তানের বাবা কে?
এদিকে অভিনেত্রী মুখে কুলুপ এঁটেছেন। তিনি কোনো কথা বলছেন না বরং অনসত্তা অবস্থাতেও তিনি যোগ দিয়েছেন কাজে। সেই সঙ্গে ইনস্টাগ্রামে অনবরত চলছে আপডেট দেওয়া। কিন্তু এবারে সোশ্যাল মিডিয়ায় উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। একসাথে সময় কাটাচ্ছেন যশ নুসরত।
View this post on Instagram
যশের সোশ্যাল মিডিয়া পেজে কথোপকথনে জড়িয়ে পড়েন তারা। এদিন যশ একটি ছবি পোস্ট করে ক্যাপশনে দিয়েছেন, “সব থেকে বড় জ্ঞান হল, নিজের অজ্ঞানতাকে স্বীকার করা” নুসরত সেই ছবিতে কমেন্ট করে লেখেন, ‘তোমার সঙ্গে একশো শতাংশ সহমত আমি।’ তার জবাবে যশ লিখলেন, ‘আমায় বলো।’ বলে তিনি একটি হাসির ইমোজি জুড়ে দেয়।
এতদিন তারা যে কথা বলছেন কি না তা জানা যায়নি। কিন্তু এবারে নেট তাদের কথা বলার ছবি ফুটে উঠলো। এখানেই তাদের কথাবার্তা বন্ধ হয়ে গেলেও নেট নাগরিকরা তাদের নিয়ে মন্তব্য করতে শুরু করেন। তাঁদের মতে, পাশাপাশি বসে একে অপরের সঙ্গে কথা বলছেন যশরত। শুধু তাই নয়, একাধিক নেটাগরিক তারকাদের পরামর্শ দিলেন, তাঁরা যেন আর লুকিয়ে রাখার চেষ্টা না করেন। নেট জনতার কথা বলতে ছাড়েননি। নুসরাতকে ‘গায়ে পড়া’, ‘নির্লজ্জ’, কিছুই বলতে বাদ রাখলেন না কয়েক জন নেটাগরিক। আবার কেউ কেউ বলে ‘আপনাদের ব্যাপারে আমরা কিন্তু সব জানি! যশকে উদ্যেশ্য করেই এই মন্তব্য করা হয়।