স্বামীর সঙ্গে কাশ্মীরে শ্রাবন্তী! প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটদুনিয়া
চোখে সানগ্লাস, পরনে বেইজ রঙা হাইনেক ফুলহাতা সোয়েট টি-শার্ট। ঠোঁটে ন্যুড রঙের লিপস্টিক। বসন্তের মিঠে রোদ গায়ে মেয়ে এমনই কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন টলিউডের আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
সেই ছবিতে প্রশংসার বন্যা। ভক্তরা বলছেন, ‘তোমাকে রোগা লাগছে, দারুণ’। পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরিতে বিমানের ভেতর বসে বেশ কিছু ছবিও দিয়েছেন নায়িকা। কিছুদিন আগেই দুবাই থেকে ঘুরে এলেন। ফের কোথায় বেরিয়ে পড়লেন তিনি?
ঘরে নাকি একেবারেই মন টিকছে না শ্রাবন্তীর! তাই তো দুবাই থেকে ফিরে সোজা কাশ্মীরে পৌঁছে গেলেন নায়িকা। তাও একা নয়, সঙ্গে রয়েছেন তার ‘নতুন বর’! না, ঘাবড়ে যাবেন না। শুটিংয়ের কাজে অনস্ক্রিন বর নায়ক ওম সাহানির সঙ্গে কাশ্মীরে গিয়েছেন অভিনেত্রী।
নবাগত পরিচালক অয়ন দে’র ‘ভয় পেও না’ ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ওম-শ্রাবন্তীকে। এই প্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন তারা। ইতোমধ্যে ছবির বেশিরভাগ অংশের শুটিং শেষ। এর মধ্যেই সোমবার দিল্লি হয়ে শ্রীনগর পৌঁছান ওম-শ্রাবন্তী। সঙ্গে ওমের স্ত্রী মিমি দত্তও রয়েছেন।
কেমন হবে এই ছবির গল্প? চিত্রনাট্য বলছে, অনন্যা (শ্রাবন্তী) ডা. আকাশ চট্টোপাধ্যায়ের স্ত্রী। অনন্যার সঙ্গে সম্পর্ক এক্কেবারে ভালো নয় শাশুড়ির। বউমাকে তিনি ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করতে চান।
কিন্তু এর মাঝেই গল্পে ঢুকে পড়ে নতুন টুইস্ট। এমনিতে ভূতে পায় পান শ্রাবন্তী, কিন্তু হরর ছবিতে অভিনয় করতে ভালোবাসেন। এটি তার চার নম্বর ভুতুড়ে ছবি। শ্রাবন্তীর কথায়, ‘ভূতের ভয় পেতে ভালোবাসি। বেশ একটা গা ছমছমে ব্যাপার।’
বছর খানেক আগে ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ওম-শ্রাবন্তী। তবে সেবার তাদের জোড়িদার ছিল দর্শনা ও সোহম। এবার বদলে গেছে সম্পর্কের সমীকরণ। আপতত রুপালি পর্দায় এই রসায়ন কতটা জমাজমাট হয়, সেটাই দেখার।