বিনোদন

১২ বছরের ছোট প্রেমিকা সাবা আজাদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃত্বিক রোশন

রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা, সিদ্ধার্থ-কিয়ারার মতো বলিউডের তারকা জুটিরা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন! বয়সে ১২ বছরের ছোট প্রেমিকা সাবা আজাদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আগামী নভেম্বরেই।
সম্প্রতি টুইটারে ভাইরাল হওয়া এক টুইটে দাবি করা হয়েছে, দুজনেই নিজেদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। পরবর্তীতে বিষয়টি আরো জোরাল হয় করণ জোহরের জন্মদিনের পার্টিতে দুজন প্রথমবার একসঙ্গে জনসম্মুখে আসায়। এরপর কখনো রোশন পরিবারের সঙ্গে, কখনো হৃতিকের দুই ছেলেকে নিয়ে ঘুরছেন সাবা।

এছাড়া গেল বছরের নভেম্বরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছিল হৃতিকের সঙ্গে সাবার চুম্বনের দৃশ্য। এরপর জানা যায়, ১০০ কোটি টাকা দামের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন হৃতিক। আর নতুন ফ্ল্যাটেই প্রেমিকা সাবাকে নিয়ে সংসার বাঁধতে চলেছেন তিনি।

প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বলিউড অভিনেতার বিচ্ছেদ হয় ২০১৩ সালে। এরপর বেশ কয়েক বছর ধরে সাবার সঙ্গে হৃতিক ডেটিং করছেন। এমনকি অভিনেতার বাড়িতে পারিবারিক অনুষ্ঠানেও দেখা গেছে সাবাকে।

Back to top button