প্রাক্তন স্ত্রীকে নিয়ে এখনও আবেগপ্রবণ হৃতিক! সুজানের পোস্ট করা ছবিতে বিশেষ মন্তব্য অভিনেতার!
বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশান। বলিউডের সুপারহিট অভিনেতা হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। সুজানর সঙ্গে হৃত্বিকের বিচ্ছেদ হয়ে গেলেও তাদের বন্ধুত্ব যেন এখনো ভাঙেনি। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের।এমনকি হৃত্বিকের বাড়িতেও মাঝে মধ্যে দেখা যায় সুজানকে। সুজান সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই নিজের নানা রকম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানকে। যা ভাইরাল হতে বেশি সময় লাগেনা। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।
সম্প্রতি সুজান খান সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। যা দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। ছবিটি যেন নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেরাও প্রশংসায় ভরিয়ে দেয় হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজানকে। তবে এখানে এক আশ্চর্য্য বিষয় হলো সুজানর এই পোস্টে কমেন্ট করেছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশান নিজে।
সুজানার পোস্ট করা এই ছবি দেখে হৃত্বিক কমেন্ট করেছেন এটা তাঁর সুপার লুক। অর্থাৎ ছবি দেখে হৃতিকেরও যথেষ্ট ভালো লেগেছে।এরপরই নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে। ধূসর রঙা পাঠানি স্যুট তৈরি করে দেওয়ার জন্য ডিজাইনার মারিয়াম খানকে ধন্যবাদ জানিয়েছেন সুজান।মারিয়ামের ব্র্যান্ড লা পাতিয়ালা মুম্বইয়ের একটি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড।
View this post on Instagram
যদিও হৃত্বিকের এই মন্তব্য দেখে চুপ করে থাকেননি সুজান। তিনি বলেছেন, হৃত্বিকের এই মন্তব্য দেখে বেশ মজা লাগছে আর এই পোশাক সত্যিই খুব আরামদায়ক।প্রসঙ্গত, বেশ কিছুদিন প্রেম করার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন হৃত্বিক সুজানা। এরপর তাদের কোল জুড়ে আসে দুই পুত্র সন্তান হৃহান ও হৃদান। এরপর ১৪ বছর পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হৃত্বিক সুজান। কিন্তু কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন এই নিয়ে আজ জিল্পনা বলিউডে।