বিনোদন

‘কতবার সেক্স করেছ?’ ট্রোলের মুখে অভিনেত্রী, এবারে অশ্লীল মন্তব্যের মোক্ষম জবাব দিলেন ‘দেশের মাটি’-র নোয়া

ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’। এই ধারাবাহিকে ‘নোয়া’র চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস। এর আগে তিনি ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে অভিনয় করেছেন সেখান থেকে ‘দেশের মাটি’। এই ধারাবাহিকের মাধ্যমে তার জনপ্রিয়তা বেড়ে যায়। সকলের পরিচিত হয়ে ওঠে নোয়া ওরফে শ্রুতি দাস। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন করোনায়। এখন সুস্থ আছেন। শ্রুতির অভিনয়, গানের গলা, নাচ সবই ভালো করে রপ্ত করেছেন। নিজের দক্ষতায় টলিপাড়াতে বেশ জনপ্রিয়।

কিন্তু অভিনেত্রীর জনপ্রিয়তার পাশাপাশি তিনি বারবার ট্রোলের মুখোমুখিও হয়েছিলেন। কিন্তু তিনি তার মোক্ষম জবাব দিয়েছিলেন। প্রায়দিনই অচেনা অচেনা কিছু কুরুচিকর ব্যক্তিদের নানান কুমন্তব্য শুনতে হয় অভিনেত্রীকে, তবে এই মানুষদের নোংরা মানসিকতার সঙ্গে এখন অনেকটাই খাপ খাইয়ে নিয়েছেন শ্রুতি। কিন্তু তারপরেও এবারে সব কিছু সীমা পার হয়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে সহবাস করা নিয়ে সরাসরি প্রশ্ন করেন শুভজিৎ নামের এক জনৈক ব্যক্তি। এই ব্যাক্তির স্পর্ধা খুব সহজে মেনে নিতে পারেননি অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে শুভ্রজিৎ নামের ওই ব্যাক্তি লেখেন, “কতবার সেক্স করেছো?’ শ্রুতিও ছেড়ে দেওয়ার পাত্রী নন। শান্তভাবে হাসিমুখে শ্রুতির উত্তর, ‘ আমি জানিনা তবে ভাই তুমি তোমার মাকে একবার জিজ্ঞেস করো, বড়রাই প্রথমেই বলি” এই উত্তর লেখার পর হাত দিয়ে নিজের মুখ ঢাকা একটি ইমোজি পোস্ট করে শ্রুতি আরো যোগ করেন, ‘লজ্জা পাচ্ছি, কাকিমার লজ্জা পাওয়া মুখটা দেখতে চাই ভাই প্লিজ।’

অভিনেত্রী শ্রুতি এই কুরুচিকর মন্তব্য এড়িয়ে যেতেই পারতেন। তবে এরকম মস্তিষ্কের মানুষদের প্রশ্ন এড়িয়ে নয় সরাসরি সকলের সামনে উত্তর দেওয়া উচিত। এরপর আর কোনো মেয়েকে এই ধরণের প্রশ্ন করতে দুবার ভাববে মানুষ। শ্রুতিকে এর আগেও গায়ের রং নিয়ে মন্তব্য শুনতে হয়েছিল। প্রেমিক স্বর্ণেন্দুকে নিয়ে নানান কটুক্তি শুনেছেন এবং এখনো শোনেন শ্রুতি।এর যথাযথ যোগ্য উওর ও দিয়েছেন। এখানেই শেষ নয় করোনার সময় কিছু মানুষ শ্রুতির জন্য মৃত্যুকামনা করেছেন। কিন্তু অভিনেত্রী সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া এখন শিখে গেছেন।

Back to top button