বিলাসবহুল বাড়ি থেকে গাড়ি, বর্তমানে কত কোটির মালিক সলমন? চমকে দেবে তার সম্পত্তির পরিমান
বলিউডের অন্যতম সফল অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন ‘সলমন খান’। ৮০এর দশকের শেষ দিক থেকে তিনি আজও সমান ভাবে ভক্তদের মনে জায়গা করে রয়েছেন, ঠিক সেই কারণেই অনেকের কাছে তিনি সাল্যু ভাই। প্রায়ই চর্চার কেন্দ্র বিন্দুতে থাকেন তিনি। ১৯৬৫ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন সলমন খান। এখন তার বয়স ৫৭ বছর। প্রথমবার সলমনকে ‘বিবি হো তো অ্যাসি’ সিনেমাতে দেখা গিয়েছিল। ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল সলমনের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবি। সেই ছবিটি রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল সলমনকে।
কোটি টাকার মালিক সলমন খানের জীবনযাপন খুবই সাদা মাটা। মুম্বাইতে ওয়ান বেডরুমের ফ্ল্যাটে তিনি থাকেন। শুধু মাত্র নীল জিন্স, টি-শার্ট, তার বিশেষ ব্রেসলেট এবং চামড়ার জুতা পরেই বেশিরভাগ সময় তাকে দেখা যায়। বিগত ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন সলমন। বর্তমান সময় সলমন-এর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮৫০ কোটি টাকা।
অভিনেতা প্রতিমাসে প্রায় ১৬ কোটি টাকা আয় করেন। এছাড়াও তার মোট বার্ষিক আয় প্রায় ২২০ কোটি টাকা। সলমন প্রতিটি ব্র্যান্ডের প্রচারের জন্য প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা নেন। বর্তমানে প্রতিটা ছবির জন্য ১০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক নেন তিনি। কিন্তু সলমন নিজের মোট আয়ের বেশিরভাগ দান করে দেন তার এনজিও বিয়িং হিউম্যান ফাউন্ডেশনে।
সলমনের শুধু হাজার কোটি টাকার সম্পত্তি নেই, তার পাশাপাশি অভিনেতার রয়েছে কোটি কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি। মার্সিডিজ বেঞ্জ এবং অডি থেকে রোলস রয়েস মতো বিশ্ব বিখ্যাত সংস্থার গাড়ি রয়েছে সলমনের কাছে। উল্লেখ্য, বলিউডে ঈদ মানেই সালমান খানের ছবি। এই বছরও ঈদের দিন ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধেছেন সালমান। সেই ছবি নিয়েও উত্তেজনা তুঙ্গে।