বিনোদন

কেমন আছেন? প্রশ্নটা কি সকলে সত্যি মন থেকে করেন, মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুললেন মিমি

যখন কোনো কাছের মানুষের সাথে দেখা হয় তখন আমরা প্রত্যেকেই হেসে বলে থাকি কেমন আছেন। এই প্রশ্নের উত্তরে অপর ব্যক্তিটি বেশ ভালো ভাবেই বলেন ভালোই আছি। এরপর হয়তো অনেকেই কিছুটা সময় হাতে নিয়ে কিছুক্ষন সেই ব্যক্তিটির সাথে গল্প করেন। সুখ দুঃখের কথা বলেন। আবার অনেকে আছে যারা দেখা হলে কেমন আছেন বলে বেরিয়ে যান সেখান থেকে। তখন কি সত্যি অপর ব্যক্তি কি বললেন তা শুনতে ইচ্ছুক থাকেন সেই ব্যক্তিটি যে বললেন কেমন আছেন। না সবসময় হয়তো তা হয়না।

এবার এই প্রসঙ্গ প্রকাশ্যে তুলে ধরলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত বছরের তুলনায় করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এ বছরে করোনা যেন আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তার তান্ডব লীলা চালিয়ে যাচ্ছে চারিদিকে। সারা দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেক । প্রতিদিনই যেন আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। আবার মৃত্যু হচ্ছে অনেক মানুষের । এই সময় হয়তো সকলের মন ভালো নেই। অনেকেই আছেন যারা মানসিক অবসাদে ভুগছেন। তা হয়তো অনেকেই লক্ষ্য করেন না।

টলিউড অভিনেত্রী মিমির কথায়, এর জন্য বেশ কিছুটা দায়ী আমাদের সমাজ ও মানসিকতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন মিমি চক্রবর্তী। তিনি বললেন, আচ্ছা যদি কেউ বলেন, আমি ভালো নেই, তাহলেও কি ওপর ব্যক্তিটা মন দিয়ে শুনবেন সেই কথা।এই নিয়ে মিমি বলেন, যদি কোনও ব্যক্তি বলেন তিনি ভালো নেই, তবে অপর ব্যক্তিটা তার জন্য ঠিক কি করবেন! সেটাও হয়তো তাঁর জানা নেই।যার ফলে সেই ভালো না থাকা ব্যক্তিটি হাসি মুখেই অপর ব্যক্তিটির প্রশ্নের উত্তর দেবেন তিনি ভালোই আছেন । ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

Back to top button