ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন ‘হট মাম্মা’ মিঠাই, প্রশংসায় ভরালো ভক্তরা

বর্তমানে বাংলা ধারাবাহিকে ‘মিঠাই’ সিরিয়াল এক আলাদাই জায়গা দখল করে নিয়েছে। একাধিকবার ‘বেঙ্গল টপার’ তকমা পেয়েছে এই সিরিয়াল। বর্তমানে অবশ্য গল্প এগিয়েছে অনেকটাই, সেই মিঠাই রানী এখন দুই সন্তানের মা। দুটি মিষ্টি বাচ্চার আগমন হয়েছে এই সিরিয়ালে।
একজনের নাম ‘মিষ্টি’ এবং অন্যজনের নাম ‘শাক্য’। তবে শুধু টিভির পর্দায় নয়, এবার অনস্ক্রিন ছেলেমেয়েদের সাথে, অবসর সময়ে ছবিও তুলে ধরলেন মিঠাই রানী ওরফে ‘সৌমিতৃষা’। এদিন অনুষ্ঠিত হয়েছিল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩। মিঠাই রানীও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
এর পাশাপাশি ওখানে দেখা গিয়েছিল মিষ্টি এবং শাক্যকে। এদের দুজনের সাথে পোজ দিয়ে একসাথে ছবি তুলেছিলেন তাদের অনস্ক্রিন মা মিঠাই রানী।
অনস্ক্রিন ‘মিষ্টি’ অর্থাৎ অনুমেঘা এই ছবিটি তুলে ধরেছিল নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে। দর্শকদের একাংশের মন ভরে গেছে এই ছবিতে। প্রত্যেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছে, মা ও ছেলের এত সুন্দর একটি ছবি দেখে।