বিনোদন

অর্জুনের নাম শুনতেই প্রেমিকা মালাইকার মুখ লজ্জায় রাঙা হয়ে যায়

বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন মালাইকা অরোরা। মালাইকা একজন বিবাহিতা, তার বিয়ে হয়েছিল ১৯৯৮ সালে আরবাজের সহজে তার বিয়ে হয়। কিন্তু ২০১৭ সালে কোনো কারণ বসত তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকেই মালাইকা আর অর্জুনের সম্পর্কে গুঞ্জন শোনা গুঞ্জন শোনা যাচ্ছিলো। মালাইকা অর্জুনের জন্যই খান পরিবার ছেড়েছিলেন, এমনটাই ধারণা অনেকের।

মালাইকা অর্জুনের গুঞ্জন তো চলছেই। কিন্তু তার মাঝখানে জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে আরবাজ খান নাকি প্রেম করছেন সেরকম গুঞ্জনও শোনা যাচ্ছিলো। একদিকে যেরকম জর্জিয়া-আরবাজ খানের সম্পর্ক চারিদিকে ছড়িয়ে পড়েছে তেমনই মালাইকা-অর্জুনের সম্পর্ক নিয়েও পেজ থ্রি-তে বেশ চর্চা ঝড় ওঠে। আবার দুজনকে প্রায়ই একসাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

মালাইকা কাজের ফাঁকে ইনস্টাগ্রামেও বেশ এক্টিভ। মাঝে মধ্যেই নানারকম মুহূর্তের ছবি পোস্ট করে থাকেন। রিসেন্টলি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, সেখানে ক্যাপশনে লিখেছেন ‘তুমি আমাকে লজ্জায় লাল করে দিয়েছ বেবি’। মালাইকার এই পোস্ট করার পর তার ক্যাপশন দেখে দর্শকরা বুজঝেই গেছেন যে এই বেবি কে, এই বেবি আর কেউ নয় এই বেবি হল;যেন অর্জুন। এর আগেও অর্জুন তার শুটিংয়ের জন্য হিমাচল প্রদেশে উড়ে গিয়েছিলেন, সঙ্গে ছিলেন প্রেমিকা মালাইকা, সেখানে একসঙ্গে সময় কাটিয়েছিলেন তারা।

 

View this post on Instagram

 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

বহুদিন থেকে মালাইকা সিনেমা থেকে বাইরে আছেন তবে তাকে নিয়ে বি টাউনে চর্চার শেষ নেই। মালাইকার ফ্যাশন আর তার ক্যারিশমা সমস্ত নেটিজেনদের হুশ উড়িয়ে দে। সম্প্রতি মালাইকার ডাবু রত্নানির ফটোশুটের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে মালাইকার ভেজা সারির চুইয়ে ঝরে পড়ছে অফুরন্ত যৌবন আর গ্ল্যামার। সেক্সি মালাইকার সেই সেক্সি পোস্ট সকলের নজর কাড়ে। মুহূর্তেই ভাইরাল সেই হট পোস্ট।

 

View this post on Instagram

 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

Back to top button