‘শুভ জন্মদিন রসগোল্লা!’ স্বস্তিকার জন্মদিনে প্রাণের বান্ধবী মিঠাই জানালেন মিষ্টি শুভেচ্ছা

জী বাংলায় কিছুদিন আগেই শুরু হয়ে গেছে নতুন ধারাবাহিক ‘মিঠাই’। এই ধারাবাহিকের গল্প মিঠাই নামের একটি মিষ্টি মেয়েকে ঘিরে। বাস্তবে তার নাম সৌমিতৃষা কুন্ডু। কিন্তু রিয়েল রান্না করতে না পারলেও ধারাবাহিকে সেই মেয়েই আবার রসগোল্লা, সন্দেশ, মনোহরা বানানোর কারিগর।
জী বাংলার পর্দায় আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘কি করে বলবো তোমায়’। এই ধারাবাহিকে রাধিকা ওরফে স্বস্তিকা দত্তের অভিনয় পছন্দ করেন দর্শকেরা। অফ স্ক্রিনে স্বস্তিকা ও সৌমিতৃষার রসায়ন একদম মাখা সন্দেশের মতন মাখো মাখো। তাদের দুজনের বন্ধুত্ব খুব মধুর। এবারে এই মিষ্টি মেয়ে সৌমিতৃষা কুন্ডু একদম রসালো মেজাজে প্রিয় বান্ধবী স্বস্তিকা দত্তকে জন্মদিনের শুভেচ্ছা পাঠায়।
happy birthday rosogolla!
❤️
stay blessed sweetest lady..Posted by Soumitrisha Stk on Thursday, 22 April 2021
তার বান্ধবী স্বস্তিকার জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিলেন অভিনেত্রী সৌমিতৃষা। হয়তো ভাবনছেন একজন বান্ধবী আরেকজন বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতেই পারে এতে নতুন কি আছে। নতুন হল এটাই যে এতটাই রসালো শুভেচ্ছা যে আপনার মন এখন গরম নরম রসগোল্লা খেতে চাইবে।
প্রাণের বান্ধবী মিঠাই অভিনেত্রী স্বস্তিকাই জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা জানিয়ে লেখেন,”শুভ জন্মদিন রসগোল্লা! খুব ভালো থাক আমার মিষ্টি মেয়ে’। ভাবছেন, রাধিকা ভীষণ স্লিম ও সুন্দরী, এবং সে গোলগাল নয়, তবে তাকে রসগোল্লা কেন বলা হচ্ছে? এটা হল আদরের ডাক। অনেক ডাকই তো আছে। ভালোবেসে বাবু সোনা মনে কত কিছুই তো বলা যায়। তবে রসগোল্লা বললো কেন। এদিন দুই বান্ধবী অভিনেত্রীকে লাল টুকটুকে শাড়িতে দেখা গেল। মুহূর্তেই ভাইরাল দুই বান্ধবীর রসায়ন।