শৈশব থেকে কৈশোরে পা রাখছে সোনা-রুপা! আসছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নতুন মোড়

বর্তমানে টিআরপির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। গল্পে নতুন নতুন চমক এনে প্রতিদিন জনপ্রিয়তা বাড়াচ্ছে এই ধারাবাহিকটি।
এবার আরও একটি চমক।সূর্য এবং দীপার জীবনে আস্তে চলেছে এক বড় পরিবর্তন। প্রিয় দর্শকদের জন্য আসতে চলেছে এক বড় চমক।এবার সিরিয়ালের নির্মাতারা এক বড় দান চালতে চলেছে। এই নতুন সব চমকের মাধ্যমে টিআরপিতে শীর্ষ স্থান ধরে রাখতে পারবে এই ধারাবাহিকটি।
নতুন চমক বলতে, বর্তমানে গল্প থেকে জানা যাচ্ছে রুপা যে দীপার মেয়ে সেটা সূর্য জানতে পেরেছে। তারই সাথে রুপার সাথে তার কি সম্পর্ক সেটাও জেনে যায়। অন্যদিকে সূর্যের উপরে আর কোন প্রভাব খাটাতে পারছে না তার বান্ধবী মিশকা। নায়ক নায়িকার মধ্যে দীর্ঘদিন ধরে চলা এমন ভুল বোঝাবুঝি দেখে ক্লান্ত হয়ে পড়েছে দর্শক।
এদিকে আগামী ২৭ মার্চ স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক।দর্শকদের একঘেয়েমি দূর করতে গল্পের নির্মাতারা সূর্য ও দীপাকে দ্রুত এক করে দিতে চাইছে।কিন্তু দুজনের মিলনের মধ্য দিয়ে ধারাবাহিক শেষের ইঙ্গিত কিনা সেটাও একটি প্রশ্নের বিষয়?
আরও চার পাঁচ বছর তারপর বেড়ে উঠবে সোনা ও রুপা। তারপর তাদের দুজনকে আর ছোট অবস্থায় দেখা যাবে না।তারা যে একেবারে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তা নয়। দুই বোনকে দেখানো হবে তাদের মাঝারি বয়সের জীবনে প্রবেশ করতে।