অবশেষে দীপা জানতে পারলো সে জমজ সন্তানের মা, ‘অনুরাগের ছোঁয়া’য় আসছে মহাচমক

এই মুহূর্তে স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো। যমজ সন্তানের সত্যের মুখে সূর্য-দীপা! কিভাবে হবে রহস্যভেদ? টানটান উত্তেজনা ধারাবাহিকে। সূর্য-দীপার যমজ সন্তান বড় হওয়ার পর থেকেই যেন এই ধারাবাহিককে সকলে ভালোবাসতে শুরু করেছে। আর যার প্রমান মেলে টিআরপি তালিকায়।
সূর্য-দীপার যমজ দুই সন্তানই নিজেদের মতোন করে বড় হয়ে উঠেছে। আর তাঁদের দুস্টু-মিষ্টি খুনসুটি নজর কাড়ছে নেটিজেনদের। বারবার সূর্য-দীপা মুখোমুখি হয়েছে। তাদের মধ্যে ভুল বোঝাবুঝির পরিমান যেন বেড়েই চলেছে। তবে, এসবের মাঝেই সম্প্রতি সূর্য জেনেছে রুপার আসল পরিচয়। রূপা যে দীপারই মেয়ে তা একেবারে খাতায় কলমে প্রমান পেয়েছে সূর্য।
আর এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে যে, হাসপাতালের ডাক্তারের কাছ থেকে দীপা জানতে পেরেছে একটি নয় দুটি যমজ সন্তানের জন্ম দিয়েছিল সে।
আর একথা সোনার পর থেকে তার দিশেহারা অবস্থা। সে এখন মরিয়া তার সন্তানকে খুঁজে বের করতে। আর এই অবস্থায় সে তড়িঘড়ি সূর্যর কাছে আসে।