বিনোদন

উন্মুক্ত অ্যাবসে চূড়ান্ত হট তৃণা, শ্যামাকে ছেড়ে এবার গুনগুনের প্রেমে নিখিল

টালিউডের ‘লাভ বার্ড’ নীল ভট্টাচার্য্য ও তৃনা সাহা। টালিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় তৃনা-নীলের প্রেমের সম্পর্ক। বর্তমানে নীল ব্যস্ত রয়েছে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক নিয়ে। যেখানে ‘নিখিল’ চরিত্রে অভিনয় করছেন নীল। আর অন্যদিকে তৃনা ‘খড়কুটো’ নিয়ে। যেখানে তাকে দেখা যায় ‘গুনগুন’ চরিত্রে । আর এর মাঝেই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই ভাইরাল তৃনা সাহা অর্থাৎ সকলের প্রিয় গুনগুন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তৃনা তার একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে দেখা গিয়েছে, প্রিন্টেড ক্রপ টপ ও তার সঙ্গে প্রিন্টেড জ্যাকেটে। সেই সঙ্গে মেকাপ। সব মিলিয়ে অসাধারণ লাগছিলো তৃনাকে। ছবিটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। ‘খড়কুটোর’ নায়িকাকে যে এমন ভাবে দেখা যাবে এটা কখনোই ভাবতে পারেননি ভক্তরা। এমনকি এর আগে কখনো দেখেননি বলেও দাবি করেন ভক্ত-নেটিজেনরা।

তার মধ্যে আবার ফ্ল্যাট অ্যাবস যেন একেবারে অবাক করে দিয়েছে নেটিজেনদের। এই দেখেই কি ভক্তদের পাশাপাশি নীল ভট্টাচার্য্যও তৃনার প্রেমে পাগল।তবে কি এবার ‘কৃষ্ণকলি’র শ্যামাকে ছেড়ে গুনগুনের কাছে আসবে নিখিল। প্রসঙ্গত, নীল-তৃনাকে বহুবার একসঙ্গে ক্যামেরা বন্দি হতে দেখা গিয়েছে। কখনো রাস্তার মাঝেই উদ্দাম নাচ করে আবার কখনো ঘনিষ্ঠ ভাবে। তবে সেই সব ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় ।

Back to top button