বিনোদন

ক্যান্সারের সাথে চলছে কঠিন লড়াই, তার মাঝেই প্রেমিকের সাফল্য উদযাপন করলেন ঐন্দ্রিলা

‘জিয়নকাঠি’ খ্যাত জনপ্রিয় তারকা ঐন্দ্রিয়াল শর্মা দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। তবে তিনি এবার ক্যান্সারের কাছে পরাজয় না শিকার করেই প্রথম কেমোথেরাপি নিয়েই কলকাতায় ফিরে যোগ দিলেন শুটিংয়ে। আর সেই ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন ‘ “কেমোর পরে প্রথম দিনের শুট”।ঐন্দ্রিলার শুটিংসেটে ফিরে আসা দেখে আপ্লুত হয়েছেন তার সহকর্মীরা। মারণ রোগ ক্যান্সারের আতঙ্ককে তুড়ি মেরে আবার শুটিং সেটে ঐন্দ্রিলার ফেরা দেখে আবেগে ভাসছেন ঐন্দ্রিলার সহকর্মীরা।

চলতি বছরের ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে পিঠে অসহ্য ব্যথা শুরু হয় ঐন্দ্রিলার। তারপরেই ডাক্তারি পরীক্ষায় দেখা যায় ঐন্দ্রিলার ফুসফুসে রয়েছে টিউমার। আর তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। আর সেখানে বায়োপ্সির রিপোর্টে ডান দিকের ফুসফুসের লোয়ার লোবে ৭ সেমি এক ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে

দুঃসময়ে প্রিয় বান্ধবী ঐন্দ্রিলার পাশে থাকার বার্তা নিয়ে সোজা দিল্লি চলে যান বন্ধু সব্যসাচী। শুরু হয় ঐন্দ্রিলার চিকিৎসা। আর সেই প্রসঙ্গে সব্যসাচী সংবাদ মাধ্যমকে বলেন “ভেঙে পড়েছিল ঐন্দ্রিলা। দ্বিতীয় বার আবার ক্যানসার ওকে কাবু করবে কিছুতেই মেনে নিতে পারছিল না মেয়েটা। বলেছিল চিকিৎসা করাবে না। বার বার বলছিল আমাকে বাড়ি নিয়ে চল, আমাকে বাড়ি নিয়ে চল”

প্রসঙ্গত,এর আগেও একবার ২০১৫ সালে ক্যান্সার ধরা পড়েছিল ঐন্দ্রিলার। সেই সময় তিনি কেমো থেরাপি নিয়ে সুস্থ হয়ে ফিরেছিলেন তার স্বাভাবিক জীবনে।
জানা গেছে ঐন্দ্রিলাকে এবার নিতে হবে ছাড়তে কেমো সাইকেল। তার প্রথমটি নেওয়া হয়ে গেছে।

৩ কথা পর আবার কেমো নিলেন ঐন্দ্রিলা। টানা পাঁচ দিন ধরে চলেছে তার এই থেরাপি। আর এই দ্বিতীয় কেমতে মাথার সব চুল বাদ চলে গেছে ঐন্দ্রিলার। অস্ত্রপ্রচারের আগে ও পরে চলবে কেমো থেরাপি আর তারপরেই চলবে রেডিয়েশন। আর এই ক্যান্সারের চিকিৎসা সম্পন্ন করতে লাগবে আরও ছয় মাস সময়। প্রথম কেমো শেষে অভিনয় করতে এলেও ঐন্দ্রিলা এবার আর ফিরবেন না শুটিংয়ে। তবে মনে হাজার কষ্ট থাকলেও নিজের মনের মানুষের সাথে তিনি একটি ছবি পোস্ট করেছেন ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে।

সম্প্রতি ষ্টার পরিবার ওয়ার্ডে সম্মানিত হয়েছে ‘বামাক্ষ্যাপা’ টিম। আর সেই পুরুস্কার হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন ঐন্দ্রিলা। ছবির ক্যাপশনে লেখা ‘ঈশ্বরের থেকে পাওয়া আমার পুরস্কার।’ মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Aindrila Sharma (@aindrila.sharma)

Back to top button