রোমন্টিক গানে নোরাকে কে কোলে তুলে প্রেম নিবেদন করলো টেরেন্স, মুহূর্তেই ভাইরাল ভিডিও

বলিউডের জনপ্রিয় ‘আইটেম গার্ল’ নোরা ফতেহি। বলিউডের অনেক আইটেম গানে কোমর দুলিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন নোরা ফতেহি। সেই সঙ্গে জিতে নিয়েছেন অনেক পুরুষমন। আর তাই তো নোরার যেকোনো ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসলেই তা মুহূর্তে মধ্যে ভাইরাল হয়ে যায়। আর এবার তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি ভাইরাল হয়েছে নোরার সঙ্গে টেরেন্সের নাচ।
সম্প্রতি সেই রিয়ালিটি শাওয়ার আর একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ভাইরাল ভিডিওতে দেখা গেছে জনপ্রিয় রিয়ালিটি শো -এর বিচারকের আসনে বসে আছেন গীতা কাপুর এবং মালাইকা অরোরা খান।আর সেই শো ডান্স গুরু টেরেন্স ও জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি করলেন একটি রোমান্টিক গানে পারফরম্যান্স। পেহেলা পেহেলা পেয়ার হে গানের ছন্দে সুর মিলিয়ে নোরা কে প্রেম নিবেদন করলেন টেরেন্স। আর নোরা কে জানিয়ে দিলেন তার ভালোবাসার কথা। শুধু তাই নয় আচমকাই নোরা কে কোলে তুলে রোমান্সের সাগরে ভেসে যান টেরেন্স ও নোরা।
যদিও এই ভিডিওটি একটি শো এর নাচের ভিডিও। কিন্তু বলিমহলে চলছে গুঞ্জন তবে কি নোরা ও টেরেন্সের মধ্যে কোনও সম্পর্ক শুরু হয়েছে। কারণ তাদের পারফরম্যান্স এতটাই রোমান্টিক ও শরীরী অবস্হা এতটাই আন্তরিক ছিল যে দেখে বোঝার উপায় নেই তারা পারফরম্যান্স করছেন একটি রোমান্টিক গানে নাকি সত্যি সত্যি েকে ওপরের প্রতি করছেন প্রেম নিবেদন।