ছাদনাতলায় বরকে আনতে গিয়ে ‘টুম্পা সোনা’ গানে জমিয়ে নাচ গুনগুনের, দেখেই অবাক ফ্যানেরা, ভাইরাল ভিডিও
টলিউডের জনপ্রিয় দুষ্টু মিষ্টি অভিনেত্রী তৃণা সাহার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা । বর্তমানে ‘খড়কুটো’ ধারাবাহিকে ‘গুনগুন’ চরিত্রে অভিনয় করছেন তৃনা সাহা। যেখানে সৌজন্য আর গুনগুনের বাড়িতে বিয়ের সানাই বাজছে । সৌজন্য চরিত্র ও গুনগুন চরিত্রটি যেন ভক্তদের মনে একেবারে জায়গা করে নিয়েছে। প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটা বাজলেই ‘খড়কুটো’ দেখতে ভক্তদের ভিড় পরে যায় টিভির পর্দায়।
আপাতত গুনাগুনের পরিবার ও সৌজন্যের পরিবার গুনগুন-সৌজন্যের বিয়ে নিয়ে মেতে রয়েছেন । গুনগুন প্রথমে বিয়ের করবোনা করবোনা বলেও এখন বিয়ের আনন্দে মরশুল।গুনগুন সৌজন্যের বাড়িতে হলুদ কোটার অনুষ্ঠানে হাজির হয়ে সেখানেই ননদ সাজিকে সঙ্গী করে মনের সুখে নেচেছিলেন । এমনকি বিয়ের দিন শশুর বাড়ি থেকে গুনগুণের গায়ে হলুদের তত্ত্ব এলে এদিন শশুর বাড়ির লোকেদের সঙ্গেও নাচ করতে দেখা যায় গুনগুনকে।
কিন্তু এবার ঘটলো এক কান্ড।বরকে আনতে গিয়ে জন্মিয়ে নাচ করলেন গুনগুন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন গুনগুন। যেখানে তাকে দেখা যাচ্ছে, পরনে লাল লেহেঙ্গা, কপালে চন্দন, গা ভর্তি গয়না, মাথায় মুকুট ও সাথে ওড়না। টুকটুকে কনের সাজে ধরা দিয়েছেন ‘খড়কুটো’র নায়িকা।বিয়ে বাড়ি বলে কথা একটু হই হুল্লোড় তো থাকবেই । তাই তো এবার দুই ননদের সঙ্গে এক কান্ড করে বসলেন অভিনেত্রী।
বিয়েতে গুনগুন নিজেই বসিয়ে নিলেন গান বাজনার আসর। আর দুই ননদের সঙ্গে নেচে উঠলেন ‘টুম্পা সোনা’ গানে। ‘টুম্পা সোনা’ গানে জমিয়ে নেচে অস্থির হয়ে যান অভিনেত্রী। ভিডিও গুনগুন নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে আসা মাত্রই ভাইরাল হয়ে যায়। ভিড় জমে যায় নেটিজেনদের। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।
View this post on Instagram