বিনোদন

উন্মুক্ত উরু, পরণে নেই প্যান্ট, ফিনফিনে সাদা শার্টে স্পষ্ট ‘অন্তর্বাস’, বই পড়তে গিয়ে ট্রোলের মুখে নুসরাত

নুসরাত জাহান অভিনেত্রীর পাশাপাশি এখন একজন তৃণমূল সংসদ। সোশ্যাল মিডিয়াতে সামাজিক কার্যকলাপের জন্য বেশ প্রশংসিত একজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হলেন নুসরাত। তিনি অসহায় মানুষের পাশে মাঝেই মাঝেই এসে ধরা দেন।টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরাত জাহান। তিনি এক বছর আগেই ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনের সাথে।

কিন্তু হঠাৎ করেই নুসরাত নেটিজেনদের কাছে হয়ে উঠলেন আলোচনার বিষয়। নুসরাত ও যশের মধ্যে প্রেম পর্ব শুরু নিয়ে চলছে জোর গুঞ্জন। প্রায়ই একসঙ্গে দেখা যায় যশ-নুসরাতকে। যা নিয়ে নেটদুনিয়ায় জোর জল্পনা। সোশ্যাল সাইটে বেশ জনপ্রিয় নুসরাত জাহান । প্রায়ই নানা রকম ছবি পোস্ট করে নেটিজেনদের মনে ঝড় তোলেন নুসরাত । এমনকি লাইম লাইটে কিভাবে থাকতে হয় তা হয়তো নুসরাতের থেকে আর ভালো কেউ জানেন না।

সম্প্রতি একটি ছবি পোস্ট করেন নেটদুনিয়ায় ট্রোলের শিকার হয়েছেন টলিউডরে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু কি এমন ছবি পোস্ট করেছেন নায়িকা। যা নিয়ে ট্রোল করছেন নেটিজেনরা। সম্প্রতি সেক্সি অবতারে নিজেকে মেলে ধরেছেন সাংসদ অভিনেত্রী নুসরাত।উন্মুক্ত উরু বের করে ঝড় তুললেন নুসরাত জাহান ।

প্যান্ট ছাড়াই শুধু শার্ট পরে বইয়ের পাতায় মুখ গুজেছেন এই বাঙালি অভিনেত্রী সাদা শার্টের মাঝ দিয়ে যেন স্পষ্ট বোঝা যাচ্ছে কালো অন্তর্বাস। এই ছবিটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে ।তবে নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার হন নায়িকা নুসরাত জাহান । সারা দেশে নেই অক্সিজেন, পর্যাপ্ত রক্তের যোগান নেই, বাড়ছে মৃত্যুর হার, কঠিন পরিস্থিতিতে একজন সাংসদ হয়ে কীভাবে সানডে ভাইব-এ মজেছেন নুসরাত, এই নিয়ে ফেটে পড়ছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

Back to top button