বিনোদন

সেরা নায়িকার অ্যাওয়ার্ড জিতলেন সকলের প্রিয় মিঠাই! মঞ্চে অপরাজিতার পায়ে হাত দিয়ে প্রণাম করে সকলের মন জয় করে নিলেন সৌমিতৃষা

গত এক মাস ধরে চলা প্রস্তুতির অবসান ঘটলো গত রবিবার। টিভির পর্দায় সম্প্রচারিত হল বাংলার সবচেয়ে বড় টেলিভিশন অ্যাওয়ার্ড শো সোনার সংসার অ্যাওয়ার্ডস ২০২৩। তাই জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ এ শো এর প্রস্তুতি, রিহার্সালস্ তারই সাথে রেড কার্পেটের রিলসের ভিডিও পোস্ট করা হতো। কিভাবে অন্তিম মুহূর্তে দর্শকদের মন জয় করতে হয় সেটি খুব ভালো করেই জানেন জি বাংলার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলাররা। সেই কারণে অ্যাওয়ার্ড শো শুরু হওয়ার আগেই অফিসিয়াল ফেসবুক পেজ এ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর রিলসটি পোস্ট করা হয়েছে, যা ঝড়ের বেগে ছড়িয়ে পরে নেটদুনিয়ায়।

বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে সকলের প্রিয় মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু। আর তাই টিআরপির তালিকায় ভালো ফল না করতে পারলেও জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি এই অভিনেত্রীর বরং বেড়েছে। এই অ্যাওয়ার্ড শোতে যে সৌমিতৃষা দুটি অ্যাওয়ার্ড পেতে চলেছে তা অনেক আগেই জেনে গিয়েছিল ভক্তরা। একটি সেরা নায়িকা এবং অপরটি হল জি ফাইভ মোস্ট পপুলার ফেস।সেরা নায়িকায় তালিকায় সৌমি একই নয় তার সাথে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের নাম ভূমিকায় যিনি অভিনয় করছেন, অভিনেত্রী অঙ্কিতা মল্লিকও অ্যাওয়ার্ড জিতেছেন।

অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয়েছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথকে। অপরাজিতার হাত থেকেই এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন সৌমিতৃষা, আর তারপর অপরাজিতার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন সৌমি।

আসলে অভিনেত্রী সৌমির সাথে অপরাজিত আঢ্যর ভালো সম্পর্ক রয়েছে। তার কারণ অপাদির মেয়ে প্রিয়াঙ্কা আর সৌমিতৃষা কে অপরকে অভিনয় সূত্রে খুব ভালোভাবে চেনেন।তাই বন্ধুর মায়ের হাত থেকে অ্যাওয়ার্ড পেয়ে খুবই খুশি সৌমি।

Back to top button