মেঘের সাথে বিয়ে হলেও দুধে আলতায় পা রাখলো ময়ূরী! ইচ্ছে পুতুলের নতুন প্রোমো দেখে ছোটি বহু থ্রি এর কাহিনী মনে পড়লো দর্শকের

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুলে দেখা গেল নতুন চমক, ময়ূরীর বিয়ের দিনেই সৌরনীল আসল সত্যটি জানতে পারে এবং সে জানায় যে তাকে এতদিন মিথ্যে কথা বলে ঠকানো হচ্ছিলো। সৌর জেনে যায় যে, ময়ূরীকে রক্ত দেয় আর কেউ না তারই বড়বোন মেঘ।
তাই মেঘের প্রতি হওয়া এই অন্যায় সে খনি মেনে নেবে না বলে মেঘের সিঁথিতে সিঁদুর পরিয়ে ময়ূরীর সাথে নিজের বিয়ে ভেঙে দেয়। এই প্রোমো দেখে দর্শকরা বুঝে যায় যে বিয়ের রাতে হতে চলেছে এক বড় ধামাকা।
সিরিয়ালটির নতুন প্রোমো তে দেখানো হচ্ছে। বিয়ের পর সৌরনীল মেঘকে নিয়ে যখন নিজের বাড়িতে যায় তখন সৌরনীলের ঠাকুমা এসে সৌরনীলকে জিজ্ঞাসা করে, দাদুভাই ময়ূরীকে এনেছিস তো?-সৌরনীল তখন বলে যে সে ময়ুরীকে নয় মেঘকে বিয়ে করেছে। সেইসময় দেখা যায় ময়ূরী সৌর এর বাড়িতে প্রবেশ করে আর সে মেঘকে ডাকে।
ময়ূরীর ডাক শুনে মেঘ তখন বলে দিদিভাই তুই এখানে? তখন ময়ূরী বলে, তোর জীবনের সাথে যে আমার জীবন জুড়ে আছে। সেইজন্যে তুই যেখানে যাবি আমাকেও সেখানে যেতে হবে।এই বলে ময়ূরী দুধে আলতাতে পা দিয়ে ঘরে ঢুকে পড়ে।এই ভিডিও দেখার পর এই প্রমো নিয়ে দর্শকদের মধ্যে নানা প্রশ্ন জাগে। এ আবার কেমন এক বোনের সাথে বিয়ে হল আর অন্য বোন দুধে আলতা আলতায় পা দিয়ে গৃহ প্রবেশ করল? ছোটি বহু থ্রি এর মতো কাহিনী কি আস্তে চলেছে এই ধারাবাহিকে এমনটাই প্রশ্ন দর্শকদের।