এই বয়সেও বিয়ের পিঁড়িতে বসতে চান শ্রীলেখা মিত্র! ‘পয়সাওয়ালা’ বর চেয়ে বিজ্ঞাপন দিলেন অভিনেত্রী

মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। তিনি ফের একবার তার বিতর্কিত মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ার লাইমলাইট দখল করে নিলেন। এবার মজার ছলে কিছু কথা বলেই ভাইরাল হলেন অভিনেত্রী। সম্প্রতি চ্যানেল ২৪ এন্টারটেইনমেন্টে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন শ্রীলেখা। সেই সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে একজনে হবে না, তার নাকি বিয়ের জন্য চার জনকে চাই!
অভিনেত্রী এও বলেছেন কেমন ছেলে পেলে তিনি বিয়ে করবেন। শ্রীলেখার কথায়, “পয়সাওয়ালা হতে হবে। আমি স্ট্রাগলার চাই না। দেখতেও ভালো হতে হবে। তবে বডি বিল্ডার টাইপস নয়। হতে হবে ইন্টেলিজেন্টলি গুড লুকিং, পড়াশোনা জানা। আমার এক্স হাজবেন্ড কিন্তু এরকম। সেই বেঞ্চমার্ক টপকাতে হবে। সিনেমা নিয়ে পাগল হতে হবে না, তবে হ্যাঁ এরকম হতে হবে যার সঙ্গে সিনেমা নিয়ে আলোচনা করতে পারি।” অভিনেত্রী আরও বলেন, “খুব বেশি পজেসিভ হলে চলবে না। কে ফোন করল, কেন ফোন করলো এগুলো প্রশ্ন করা চলবে না সব সময়। আমি ওয়ান ম্যান ওম্যান, সেই বিশ্বাসটা করতে হবে।”
তারপর অভিনেত্রী বলেন এতকিছু একজনের মধ্যে কখনোই পাওয়া যাবে না। তাই তার একজন হলে হবে না, শ্রীলেখার চারজন লাগবে। উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন যে তিনি এমন কাউকে বিয়ে করবেন না যিনি বিবাহিত।
তিনি কারও সংসার ভাঙতে চান না। যাদের ভরসা করা যায় এমন পুরুষ পছন্দ তার। সেই সঙ্গে অবশ্যই তাকে সিঙ্গেল হতে হবে। বিয়ের পর শ্রীলেখা দু-একজনের সঙ্গে প্রেম করেছিলেন যারা তার থেকে বয়সে ছোট ছিলেন।