বিনোদন

বয়স চল্লিশের কোঠা পেরোলেও এখনো আসছে বিয়ের প্রস্তাব, জন্মদিন কিভাবে কাটালেন ‘শ্রীময়ী’-এর রোহিত সেন!

ষ্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘শ্রীময়ী’। মানুষের মনে ধরার মত একটি ধারাবাহিক। ‘শ্রীময়ী’-র ‘রোহিত সেন’, ‘জুন আন্টি’ ও ‘শ্রীময়ী’-র লড়াই দেখার জন্য প্রত্যেকটি ঘরেই টিভির রিমোট নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। অভিনেত্রী ইন্দ্রানী হালদার জানিয়েছেন যে এই ইংলিশ মিডিয়াম স্কুলের টিচাররাও মোবাইলে ‘শ্রীময়ী’ দেখেন।

এখানে রোহিত আঙ্কেলের ভূমিকায় অভিনয় করছেন টোটা রায়চৌধুরী। তিনি বাস্তব জীবনে এখজন হ্যান্ডসাম পুরুষ ও স্বামী। তিনি বিবাহিত, এবং ঘরে সন্তানও আছে। অথচ, তার পুরুষত্বের কাঠামো দেখে পাগল বহু নেট জনতা এমনকি জুন আন্টি স্বয়ং নিজেও। তিনি বলেছিলেন যে তার নাকি রোহিত সেনের মত মানুষই লাগবে।

তার বয়স ৪০ পেরোলেও এখনও তিনি সুপুরুষ। বর্তমান তার শ্রীময়ী’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা তুঙ্গে। ধারাবাহিকের নায়িকা শ্রীময়ী থেকে খল নায়িকা জুন আন্টি সকলের পছন্দ টোটা রায় চৌধুরী এই বয়সে এসেও তিনি নাকি প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রস্তাব পান।

গত ৯ ই জুলাই ছিল এই অভিনেতার ৪৫ তম জন্মদিন। এদিন সোশ্যাল মিডিয়া জুড়ে আসছিলো নানারকম শুভেচ্ছা। অনেকেই অনেকরকম কমেন্ট করেন। এখনকার টোটা অনেকটা অভিজ্ঞ, ঝকঝকে আর তারুণ্যে ভরা। সেই জন্যেই টোটা রায়চৌধুরী এতটা জনপ্রিয় সকলের চোখে।১৯৯৩ সালে ছাত্রজীবনে মহাবিদ্যালয়ের প্রথম বর্ষে পড়াকালীন প্রথম ছায়াছবি করার সুযোগ পান ৷ প্রভাত রায় পরিচালিত ছবিটির নাম ‘দুরন্ত প্রেম’। তার জন্মদিনের দিন দক্ষিণেশ্বরে দেবী ভবতারিণীর মন্দিরে সকাল সকাল গিয়ে উপস্থিত হন, পুজো দেন এবং সকলের মঙ্গল কামনা করেন। ৪৫ এর গন্ডিতে এসেও এখনও তিনি সুদর্শন ও হ্যান্ডসাম একজন পুরুষ।

Back to top button