বিনোদন

নায়ককে মেরে গল্পের সমাপ্তি! গুড্ডি ধারাবাহিকের নতুন মোর দেখে ক্ষুব্ধ দর্শক

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো গুড্ডি।বর্তমানে এই ধারাবাহিকের কাহিনী নিয়ে দর্শকরা বিরক্ত বোধ করলেও একসময় এই ধারাবাহিকটি দর্শকদের ভীষণ প্রিয় ছিল। গুড্ডি এবং অনুজের জুটি টি দর্শকদের প্রিয় হয়ে উঠেছিল।

তবে লীনা গাঙ্গুলির ধারাবাহিক মানেই যে পরকীয়া, যেটা তিনি এই ধারাবাহিকেও প্রমান করিয়ে দিলেন। তার পরেই ধারাবাহিকের এই কাহিনী নিয়ে নেট দুনিয়ায় নানা রকম মন্তব্য শোনা যায়। এমনকি গুড্ডি ও অনুজের জীবনে যুধাজিৎ প্রবেশ করিয়ে গুড্ডির সাথে তার বিয়ে সবটাই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা দেখেছেন। তবে এবার ধারাবাহিকটি অন্যদিকে ঘুরছে।

সাম্প্রতিক কয়েকটি পর্বে দেখা গিয়েছে যে, গুড্ডি আবার অনুজকে ভালোবাসতে শুরু করে, যার কারণে স্বামী যুধাজিৎ এবং তার মায়ের সঙ্গে ঝামেলা শুরু হয়েছে গুড্ডি। এমন কি যুধাজিৎকে অপমান ও করে গুড্ডি। যা দেখে অনেকেই গুড্ডি এবং অনুজের উপর ক্ষেপে ওঠে।

এরই মধ্যে ধারাবাহিকে দেখা যাচ্ছে নতুন ঘটনা, সেখানে দেখা যাচ্ছে যে অনুজের শরীরের অবস্থা খুবই খারাপ। তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে গুড্ডি। ধারাবাহিকের এই নতুন মোর দেখে অনেকে মনে করছেন যে, অনুজের মৃত্যু দেখিয়ে লেখিকা ধারাবাহিকটিকে শেষ করতে চাইছে। তবে আসল ঘটনা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলি।

একজন দর্শক মন্তব্য করেছেন, “ধারাবাহিকের গল্পটি সুন্দর ভাবে সাজানো যেত। লেখিকা সব ঘেঁটে দিয়েছে। এত ভালো সিরিয়াল নষ্ট করে দিল। এখন আবার নায়ককে মেরে শেষ করতে চাইছ লীনা পিসি”।

Back to top button