বিনোদন

নীল জলে হলুদ বিকিনিতে শরীরী খেলায় মত্ত ডোনাল, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল নায়িকার স্নানের ভিডিও

বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। আবার ঝুমা বৌদির মতো একাধিক সেলিব্রিটিরা আছেন তারা তাদের বিভিন্ন হট ফটো শুটের মাধ্যমে কেড়ে নেন পুরুষের হৃদয়। তাদের হট ছবি যেন মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।

ডোনাল ছোট পর্দাতেই অভিনয় করছেন বেশ কয়েক বছর ধরে। মডেলিংয়েও বেশ জনপ্রিয় তিনি। দিল তো বাচ্চা হ্যায় জি ও লাল ইশক ধারাবাহিকে তাঁর অভিনয় মন কেড়েছে সকলের। তিনি জার্নালিসম নিয়ে পড়াশুনা করেছেন। তার স্বপ্ন ছিল সাংবাদিক হয়ে ওঠার । কিন্তু সেই সময় হঠাৎ তিনি অভিনয়ে সুযোগ পান। এবং তাতে তিনি রাজিও হয়ে যান। আর এরপর থেকেই বদলাতে থাকে তার জীবন ।

কিছুদিন আগে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী ডোনাল বিস্ত এর বেশ কিছু হট ছবি। যা প্রকাশ্যে আসতেই নজর করেছিল নেটিজেনদের। যেখানে দেখা গিয়েছে, সমুদ্রে লাল রঙে সেক্সি পোশাক পরে হট পোজ দিয়েছেন অভিনেত্রী ডোনাল । ভিজে শরীরে উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। তার এই ছবি গুলি যেন নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।

 

View this post on Instagram

 

A post shared by Donal Bisht (@donalbisht)

এবার ফের নেটদুনিয়ায় ভাইরাল অভিনেত্রী ডোনাল বিস্ত। যেখানে দেখা যাচ্ছে হলুদ বিকিনিতে সুইমিং পুলে জলের সঙ্গে খেলায় মেতেছেন ডোনাল। চোখে সানগ্লাস। হলুদ বিকিনি। সব মিলিয়ে দারুণ মোহময়ী হয়ে উঠেছেন ডোনাল। সারা শরীর ভেজা তাঁর। কখনও জলে ডুব দিচ্ছেন, আবার কখনও সাঁতার কাটছেন। একটি পাঁচতারা হোটেলের সুইমিং পুলে স্নান করছেন তিনি। এই ভিডিও শেয়ার করে ডোনাল লিখেছেন, ” আমার জীবন, আমার শর্ত, আমার ইচ্ছে কিন্তু কিছু শর্ত অবশ্যই আছে।” ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কেউ কেউ বলেছেন, ” দেশের করোনা পরিস্থিতিতে এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগছে না।’

 

View this post on Instagram

 

A post shared by Donal Bisht (@donalbisht)

Back to top button