‘দিদি নাম্বার-১’ রচনা ব্যানার্জী জনপ্রিয় হিন্দি গানের তালে করলেন দুর্দান্ত নাচ, মুহূর্তেই ভাইরাল ভিডিও

সম্প্রতি কিছুদিন আগেই ৪৬ এ পা দিলেন জনপ্রিয় অভিনেত্রী ও দিদি নাম্বার -১ এর সঞ্চালিকা রচনা ব্যানার্জি(Rachana Banerjee)। রচনা ব্যানার্জির ৪৬ বছর বয়সেও শরীরের যে ছিপ ছিপে গঠন তা নিয়ে সকলেই প্রায় ঈর্ষা করে। আর তারমাঝেই এবার রচনা ব্যানার্জিকে দেখা গেলো চামেলী লুকে। মেরুন রঙের শাড়ি, মাথায় গাঁদা ফুল ও সবুজ ব্লুস পরে একদম নতুন রূপে ধরা দিয়েছেন রচনা ব্যানার্জি। তার এই নতুন সাজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই হয়ে যায় তুমুল ভাইরাল।
আর এবার রচনার ব্যানার্জির হিন্দি গানের সাথে তুমুল নাচ আর তার এক্সপ্রেশন মুগ্দ্ধ করেছে নেট দুনিয়াকে। দুর্দান্ত শরীরী হিল্লোল সেই সাথে কোমরের ঝটকা পাগল করে তুলেছে নেটিজেনদের। নাচের দিক দিয়ে জনপ্রিয় এই অভিনেত্রী কতটা পারদর্শী তা দেখা গিয়েছে তার অভিনীত বিভিন্ন সিনেমায়। এছাড়াও দিদি নাম্বার -১ অনুষ্ঠানেও তিনি প্রমান দিয়েছেন তার নাচের।
রচনা ব্যানার্জির জনপ্রিয় হিন্দি গানে তুমুল নাচ দেখে কেউ বলতেই পারবে না যে তার এখন বয়স ৪৬। এই বয়সেও তিনি তার শরীর কে ভালোই মেইনটেইন করে রেখেছেন। আর সেই ভিডিও প্রকাশ পেতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও –
View this post on Instagram
View this post on Instagram