চিংড়ির মালাইকারি থেকে চিতল মাছের মুইঠ্যা, নীল -তৃনা’র বিয়ের খাবারের মেনুতে ভরপুর বাঙালিয়ানা

কৃষ্ণকলি’র নিখিল যে কত তরুণীর হৃদয় ভাঙলেন একথা আর কজনই বা রাখেন। তবে টালিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহার প্রেমে হাবুডুবু খাচ্ছেন নিখিল অর্থাৎ নীল। দূর্গা পুজো কালী পুজো সব কিছুতেই জমিয়ে আনন্দ করেছেন নীল-তৃনা। সবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন টালিউডের এই ‘লাভবার্ডস’।
৪ ফেব্রুয়ারী তারিখে অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে সারলেন টলিউডের জনপ্রিয় এই জুটি।সেই সাথে আগে থেকেই ঠিক হয়ে গিয়েছে হানিমুন ডেস্টিনেশন। নীল-তৃনা নাকি হানিমুনে গ্রিসে যাবেন। প্রসঙ্গত, নীল-তৃনা সবসময়ই হাসি-ঠাট্টা খুনসুটি নিয়েই ব্যস্ত থাকেন।
View this post on Instagram
আর ১৪ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসের দিন হবে গ্রান্ড রিসেপশন।আর গ্রান্ড রিসেপশনের মেনুতে থাকছে ভরপুর বাঙালিয়ানা সমৃদ্ধ খাবার। দু’জনে বাঙালি। তাই বিয়ের দিন পুরোপুরি বাঙালি থিম রাখছেন তারা। তাই মেনুতে থাকবে চিংড়ির মালাইকারি, সাদা ভাত, বাসন্তী পোলাও, চিতল মাছের মুইঠ্যা, থাকছে একাধিক মিষ্টি ও পাটি সাপটা।
রিসেপশনের আয়োজনে থাকছে মুঘল থিম। সব কিছুই রাজকীয়ভাবে হবে সেদিন। রিসেপশনের দিন মাটন বিরিয়ানি, গলৌটি কাবাব, চাপ আর ফিরনিতে হবে অতিথি আপ্যায়ন।
View this post on Instagram