দীপিকার পরের ছবির নায়ক উড়ি সিনেমার এই অভিনেতা, চিনে নিন ইনি কে?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দর্শকদের অনেক সুপারহিট ছবি উপহার দিয়ে তাদের মনে একেবারে পাকা জায়গা করে নিয়েছেন।দীপিকা লকডাউনে বাড়িতেই স্বামী রণবীর সিং-এর সঙ্গে সময় কাটিয়েছেন। তবে এবার লকডাউনের শেষে ফের কাজে ফিরছেন দীপিকা পাড়ুকোন । জানা যাচ্ছে, দীপিকা নাকি এবার বলিউড পরিচালক শকুন বাত্রার ছবিতে অভিনয় করতে চলেছেন। যেখানে সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডেকেও দেখা যাবে।
তবে এবার নতুন খবর, শকুন চতুর্বেদির ওই ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করতে চলেছেন উড়ি-অভিনেতা ধৈয কারওয়া।এই ছবিটি কবে মুক্তি পাবে এই নিয়ে ভক্তরা অপেক্ষায় রয়েছেন। সেই সঙ্গে আবার নতুন নায়ক। সব মিলিয়ে ভক্তদের উত্তেজনার যেন শেষ নেই। এই ছবিতে নাকি ‘এক্স ফ্যাক্টর’ দিতেই পরিচালক শকুন বাত্রা ধৈর্য কারওয়াকে নিয়েছেন।
জানা যায়, ওই ছবিতে নাকি সর্বপ্রথম শকুন বাত্রা সিদ্ধান্ত চতুর্বেদীকে দীপিকার নায়ক হিসেবে নিতে চেয়েছিলেন। তবে এখন দীপিকার নায়ক সিদ্ধান্ত নয়, বরং ধৈর্য কারওয়া । এমনকি এও জানা গিয়েছে, দীপিকা ও রণবীর সিং অভিনীত ‘৮৩’ ছবিতেও নাকি ধৈর্যকে দেখা যাবে। তবে সেই ছবিতে দীপিকার চরিত্র খুব ছোট।







