বিনোদন

লুকিয়ে রাখা চরম সত্যের মুখোমুখি দীপা! ‘অনুরাগের ছোঁয়া’র মহাপর্বে হয়েছে বড় চমক

বর্তমানে বাংলা ধারাবাহিক গুলির মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’। কয়েক মাস ধরে টিআরপির তালিকায় শীর্ষ স্থান দখল করে আছে এই ধারাবাহিকটি। তবে বহুদিন দিন গল্পের নায়ক -নায়িকা মিল না হওয়ার কারণে কিছুটা হতাশ হয়ে পড়েছিল দর্শক। তাই এবার নতুন চমকে ভরিয়ে দিচ্ছে অনুরাগের ছোঁয়া।

গল্পের নিয়মিত দর্শকরা জানেন, রুপার জন্ম পরিচয় দীপার নাম দেখার পর রুপাকে নিজের বাড়িতে এনে রেখে দিয়েছিল সূর্য। এর কারণে মেয়েকে কাছে না পেয়ে কষ্ট পাচ্ছিল দীপা।অন্যদিকে রুপাকে বোর্ডিং স্কুলে ভর্তি দেওয়ার কথা শুনে সহ্যের সব সীমা পেরিয়ে শেষমেষ সূর্যকে সবটা জানায় দীপা। বলে ফেলে যে সে হলো রুপার মা। তারপর রুপাকে দীপার কাছে ফিরিয়ে দেয় সূর্য।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে শুধু রুপা নয় সোনাও দীপার মেয়ে।এই সত্যতা খুব তাড়াতাড়ি জেনে যাবে দীপা। রুপাকে ফিরে পাওয়ার পর নিজের শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে যায় সে।সেখানে গিয়েই দীপা জানতে পারে যে সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল।

ডাক্তারের মুখে এই কথা শুনে রীতিমত অবাক হয়ে যায় দীপা । এতদিন এই চরম সত্যিটা তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল সে এটা কোনোমতেই ভাবতে পারছিলো না।তারপর দীপা শ্বশুরবাড়িতে গেলে দেখতে পায় সূর্যের কোলেই রয়েছে সোনা -রুপা।তখনও সে জানে না যে সোনা তার দ্বিতীয় মেয়ে।

তারপর পর্বটিতে দেখা যায়, দীপা সোজা শ্বাশুড়ি লাবণ্য সেনগুপ্তের কাছে গিয়ে প্রশ্ন করে যে সোনা তার দ্বিতীয় মেয়ে? কারণ সোনা আর দীপার গায়ের রং এক এছাড়াও তাদের দুজনের মধ্যে একটি অদ্ভুত টান রয়েছে।দীপার মুখে এমন কথা শুনে চমকে ওঠে দীপার শাশুড়ি। আগামী সোমবার মহাপর্ব রয়েছে আরও বোরো চমক তারই অপেক্ষায় রয়েছে দর্শক।

Back to top button