ঘরের ভিতর ট্রেন্ডিং হিন্দি গানে তুমুল নাচ ‘পটলকুমার’ হিয়ার, ভাইরাল ভিডিও
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।
টেলিভিশনের পর্দায় শিশুশিল্পী হিসেবে শুরু করেছিলেন নিজের কেরিয়ার। কয়েক বছর আগে ‛পটল কুমার গানওয়ালা’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন হিয়া দে। এরপর পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর। এখন তিনি কিশোরী। শুধু সিরিয়ালই নয় ‛নির্ভয়া’ নামের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে মুখ দেখিয়েছেন হিয়া। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ হিয়া।
সম্প্রতি হিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি নাচের ভিডিও। যেখানে তাকে ঘরের মধ্যেই হিন্দি আইটেম গান ‛Lat Lag Gayi’ গানে নাচতে দেখা যাচ্ছে। তার সঙ্গে আর একজনকেও নাচতে দেখা গেছে। হিয়ার পরণে রয়েছে সাদা রঙের টি-শার্ট ও কালো শর্টস।
আর তার এই ভিডিও দেখে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ কটাক্ষ করে লিখেছেন যে, ‛এড়ে বাছুরের লাফালাফি’। কেউ আবার প্রশংসা করে লিখেছেন ‛অসাধারণ নাচ’।