করোনা জয়ী হয়ে সুখবর দিলেন ‘দেশের মাটি’র নোয়া, আবার পর্দায় ফিরছেন শ্রুতি দাস

আজ থেকে এক বছর আগে গোটা পৃথিবীজুড়ে লকডাউন ঘোষিত ছিল। করোনা নামক মারণ ভাইরাস থাবা মেরেছিলো। যার কারণে বলিউড থেকে টলিউড সাধারণ মানুষ সকলেই নাজেহাল হয়ে পড়েছিল। এবারে করোনা তার দ্বিতীয় থাবা মারার জন্য প্রস্তুত হয়ে গেছে।
আবারও অসুস্থ হয়ে পড়ছেন টলিউড ও বলিউডের তারকারা। নতুন করে করোনা আতঙ্ক এখন টালিগঞ্জের স্টুডিওপাড়াতে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন ভরত কল, জয়শ্রী মুখোপাধ্যায়, অনুশ্রী দাস। গত ২রা এপ্রিল শ্যুটিং ফ্লোরে কফি খাওয়ার সময় নোয়া ওরফে শ্রুতি মুখে কোনো স্বাদ পাননি। টেস্ট করার পর পসিটিভ আসে।
ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’। এই ধারাবাহিকে অভিনয় করে নোয়া ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শো-তে সেরা মেয়ের পুরস্কার জিতে নেন। আর তারপরেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী, স্বেচ্ছায় নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছিলেন।একাই বাড়িতে থাকছিলেন সাথে চিকিকৎসকের প্রেসক্রাইব করা মেডিসিন ও নিচ্ছেন।
View this post on Instagram
আর আজ অভিনেত্রী ১৪ দিন পার করে ফেলেছেন। এবং করোনাকে হারিয়ে সুস্থ হয়ে সকলের মধ্যে ফিরলেন অভিনেত্রী নোয়া। আর সেইজন্য অভিনেত্রী খুশি হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের করোনা নেগেটিভ রিপোর্টের ছবি শেয়ার করেছেন, লিখছেন, এটার কোনও ক্যাপশন দরকার আছে? নেগেটিভ বানানে একটা ছোট্ট ভুল রয়েছে, তবে হ্যাঁ নেগেটিভ…. জীবনে একটা মনে রাখবার মতো সফর’। এই খবরে টলিউডের তারকারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পড়ার এপারেও অনুরাগীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। নিমেষেই ভাইরাল হয়ে যায় অভভিনেত্রীর এই নেগেটিভ রিপোর্টের খবর।
View this post on Instagram