বিনোদন

করোনা আক্রান্ত হলেন দেশের মাটির ‘নোয়া’ ওরফে শ্রুতি দাস, জানালেন তার ঘরবন্দি জীবনের কথা

ভারতে করোনা ঢেউয়ের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল হয়ে উঠেছে বলিউড। বলিউডের বড় বড় তারকারা একের পর এক আক্রান্ত হয়েছেন করণাতে। আর এবার নতুন করে করোনা আক্রমণ শুরু হয়েছে টলিউডেও। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের ভরত কল, অনুশ্রীরা।আর এবার রিপোর্ট পজিটিভ এলো দেশের মাটি ধারাবাহিকের নায়িকা ‘নোয়া’ ওরফে শ্রুতি দাসের। তিনি ফেসবুক পোস্টে নিজেই জানিয়েছেন তার করোনা পজিটিভ হওয়ার খবর। পাশাপাশি তিনি তার ঘর বন্দি জীবনের এক সাদা কালো ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

শ্রুতি ফেসবুক পোস্টে জানিয়েছেন গত ২ এপ্রিল শুটিং সেটা তিনি কফি খাওয়ার সময় কোনও স্বাদ অথবা গন্ধ পাননি। আর তখুনি সিধান্ত নেওয়া হয় করোনা পরীক্ষার।আর তারপরেই রিপোর্ট চলে আসে করোনা পজিটিভ।

শ্রুতি সেই প্রসঙ্গে তার ফেসবুক পোস্টে লিখেছেন ‘দুর্ভাগ্যবশত আমার করোনা রিপোর্ট পজিটিভ। সবরকম প্রোটোকল মেনে আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে। গত ২রা এপ্রিল থেকে চিকিত্সকদের পরামর্শ মতো ওষুধ চলছে। খাবারে কোনও স্বাদ বা গন্ধ পাচ্ছি না, কাশি আর সমান্য দুর্বলতা রয়েছে, বাকি একদম চাঙ্গা আছি। আমি অনুরোধ জানাচ্ছি গত কয়েকদিনে আমার সংস্পর্শে আসা সকলে করোনা পরীক্ষা করিয়ে নেবেন। ভালো থাকবেন’।

সেই সাথে তিনি নিজের মনের মানুষ তথা দেশের মাটির পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার, পরিবার, বন্ধু ও অনুরাগীদেড় তার এই সময়ে পাশে থাকার জন্য জানিয়েছেন ধন্যবাদ। সবশেষে শ্রুতি জানান ‘শীঘ্রই আমি ফের আসব, লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার জন্য অপেক্ষা করে আছে’।

 

Back to top button