বিনোদন

শরীর থেকে খুলে পড়ছে পোশাক! উন্মুক্ত উরু বের করে তুমুল নাচ ছোট্ট ঝিলিকের, ভাইরাল ভিডিও

মাত্র ৩ বছর বয়সেই তার অভিনয়ে হাতে খড়ি হয়। আর তারপরেই শুরু হয় তার সুপারহিট টিভি সিরিয়াল ‘মা’ তে অভিনয়। ষ্টার জলসাতে তুমুল জনপ্রিয় হয়ে উঠে ছিল মা সিরিয়ালটি। সেই সিরিয়ালে কোঁকড়া চুল আর তার মায়াবী চোখ নিয়ে গলায় আদো আদো সুর জিতে নিয়েছিল গোটা বাংলার বাঙালিদের মন।

আর আপনি হয়তো এবার বুঝেই গেছেন এতক্ষন ধরে কার কথা বলা হচ্ছে। এখানে কথা বলা হচ্ছে সেই ছোট্ট ঝিলিক অর্থাৎ তিথির কথা। আর সেই ছোট্ট তিথি এখন আর ছোট্ট নেই সে এখন হয়ে উঠেছে সাবালিকা। আর সে এখন হট আর বোল্ড লুকেই সোশ্যাল মিডিয়াতে বেশি ধরা দেন।তিথি অর্থাৎ ঝিলিক সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানারকম ছবি দিয়ে ভক্তদের মনে ঝড় তোলে। আর এবারও তার ব্যতিক্রম হলো না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী তিথি। যেখানে হট প্যান্ট ও ক্রপ টপ পরে একেবারে গানের তালে তালে তুমুল নাচ করছেন তিনি৷ তাঁর এনার্জিও চোখে পড়ার মতো৷ যা দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। অভিনেত্রীর এই নাচের ভিডিওটিতে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

Back to top button